দেশব্যাপী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যৌথভাবে ‘এন্টারপ্রেনারশিপ ও বিজনেস ডেভেলপমেন্ট’ বিষয়ে সনদ প্রদান কর্মসূচি চালু করবে প্রাইম ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করে।
এ-সংক্রান্ত চুক্তিনামা হস্তান্তর করেন প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এম নাজিম এ চৌধুরী ও আইবিএর শিক্ষক শেখ মোর্শেদ জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইবিএর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমন্বয়ক মো. রিদওয়ানুল হক, মো. মহিউদ্দিন, খালেদ মাহমুদ, সুতপা ভট্টাচার্য প্রমুখ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক। এতে বলা হয়, এই কর্মসূচি চালুর মূল উদ্দেশ্য হলো দেশব্যাপী টেকসই উদ্যোগ (এন্টারপ্রাইজ) গড়ে তুলতে উদ্যোক্তাদের প্রয়োজনীয় ব্যবসায়িক জ্ঞান সরবরাহ করা। একই সঙ্গে তাদের নেতৃত্ববিষয়ক দক্ষতা উন্নয়ন করা। আট সপ্তাহব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারীদের আর্থিক ব্যবস্থাপনা, বিপণন কৌশল, ব্যবসায়িক মডেল উন্নয়ন ও ডিজিটাল সার্ভিসের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
কর্মসূচিটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে অংশগ্রহণকারীদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হবে।