ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন সামিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ইস্টার্ন ব্যাংক প্রধান কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এই সামিটের মূল লক্ষ্য ছিল যোগ্য নারী উদ্যোক্তাদের চিহ্নিত করে তাদের অর্থায়নসহ অন্যান্য সহযোগিতা প্রদানের জন্য একটি কৌশলগত রোডম্যাপ প্রণয়ন।
সামিটে ইবিএল তাদের নারী উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামের দ্বিতীয় ধাপ অদ্বিতার কার্যক্রম উদ্বোধন করা হয়।
তিন মাসের এই কার্যক্রমের মাধ্যমে অনলাইন ও অফলাইনের নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের ব্যবসায়িক দলিলপত্র তৈরি ও সংরক্ষণ, ই-কমার্স দক্ষতা বৃদ্ধি, পণ্যের গুণগত মান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান এবং দেশি-বিদেশি বাজারে প্রবেশাধিকারের ওপর গুরুত্ব দেওয়া হবে।
ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়। নারী উদ্যোক্তাদের প্রকৃত চাহিদা—অর্থ প্রাপ্তির সুযোগ, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং কৌশলগত সহায়তা প্রদান আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য। নারীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা পরিবেশ তৈরিতে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত।’
অনুষ্ঠান উপস্থাপনা করেন সিড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রুবিনা হুসাইন। উপস্থিত ছিলেন সিড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মো. মোস্তাফিজুর রহমান, ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ, উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক প্রমুখ।