ইয়ুথ স্টার্টআপ সামিটে ( রাজশাহী ও রংপুর) বিভাগীয় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের তিন স্বপ্নবাজের আনন্দপাঠ।
অগমেন্টেড রিয়েলিটি (এআর) ভিত্তিক ভার্চুয়াল হাবের মাধ্যমে আনন্দপাঠ শিক্ষাকে রুপান্তরিত করছে এক ইন্টারেক্টিভ, হাতে কলমে শেখার অভিজ্ঞতায়। সম্প্রতি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও আইসিটি ডিভিশনের আয়োজনে ইয়ুথ স্টার্টআপ সামিটে ( রাজশাহী ও রংপুর) বিভাগীয় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে।
রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধু মিলে তৈরি করেন তাদের স্বপ্নের স্টার্টআপ আনন্দপাঠ। আনন্দপাঠ মূলত কাজ করে জটিল ধারণা গুলোকে ভ্যিজুয়ালাইজেশন ও ভার্চুয়াল এক্সপেরিমেন্টের মাধ্যমে সহজ করে তুলতে। তাদের সহজীকরণের এই কৌশল শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের ভেতর জটিল বিষয়গুলোকে সহজ করে তোলার একটা চমৎকার প্রবণতা তুলে ধরছে। ধীরে ধীরে শিক্ষার্থীদের সাইন্টিফিক চিন্তাকে আরও সমৃদ্ধ এবং বাস্তবিক করে তুলছে আনন্দপাঠ। একসময় বিজ্ঞানের বিভিন্ন এক্সপেরিমেন্টের ব্যাপারে ইউটিউবে ভিডিও, ক্লাসরুমে শিক্ষকদের লেকচার থেকে জানলেও বর্তমানে আনন্দপাঠ সেই সকল বিষয়কে বাস্তবে সম্ভব করে তুলছে।
রুয়েটের শিক্ষার্থী এবং আনন্দপাঠের প্রতিষ্ঠাতা সিইও নুসাইবা বিনতে মামুন আনন্দপাঠ সম্পর্কে উদ্যোক্তা বার্তা কে জানান, “এডুকেশন ৫.০-এর গ্লোবাল ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে অনন্দপাঠ তৈরি করছে একটি ইনক্লুসিভ এডুকেশন ইকোসিস্টেম। এই প্ল্যাটফর্ম প্রতিটি শিক্ষার্থীর লার্নিং জার্নিকে করছে পার্সোনালাইজড, স্কুলগুলোকে দিচ্ছে ইনোভেটিভ টিচিং টুলস এবং গড়ে তুলছে স্মার্ট, আত্মবিশ্বাসী প্রজন্ম। অনন্দপাঠ শুধু টেকনোলজি নয়, এটি শিক্ষার প্রতি আমাদের প্যাশন এবং সম্ভাবনার বিশ্বাস।”
নুসাইবা বিনতে মামুনের সাথে তার দলে আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারাফ লামিয়া এবং রুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ আনান চৌধুরী। তারা ইতোমধ্যে বেশকিছু মাইলফলক স্পর্শ করেছে যার মধ্যে উল্লেখ্য হলো, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে প্রায় ২০০০ শিক্ষার্থীর কাছে পৌঁছানো, রুয়েটের ইউনিভার্সিটি ইনোভেশন হাব থেকে চ্যাম্পিয়ন টাইটেল সহ প্রি সিডিং ফান্ডিং অর্জন, আইটিইউ এবং হুয়াওয়ে থেকে অনুদান অর্জন, এক্সিলারেটিং বাংলাদেশ প্রোগ্রাম থেকে স্নাতক সম্পন্ন করা।
বাংলাদেশের অগ্রগতির সাথে বিজ্ঞান এবং বাস্তবিক অভিজ্ঞতা ওতোপ্রতোভাবে জড়িত। আনন্দপাঠের মতো এমন হাজারো স্বপ্ন একদিন বাংলাদেশকে বিশ্বের দরবারে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।
সাকিব মাহমুদ,উদ্যোক্তা বার্তা