Homeব্যাংক নিউজইবিএল ও মাস্টারকার্ড আনল বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড

ইবিএল ও মাস্টারকার্ড আনল বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড

বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড বাংলাদেশে চালু করল ইস্টার্ন ব্যাংক। মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে এই কার্ড চালু করা হয়। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে এক অনুষ্ঠানে নতুন এই কার্ড চালু করেন গভর্নর আহসান এইচ মনসুর। ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইবিএল জানিয়েছে, নতুন ধরনের এই কার্ড চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াংসিক, নরওয়ের চার্জ দ্যঁ অ্যাফেয়ার্স ফ্রেডরিক কার্লসরাড, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ও মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মো. কামাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই কার্ডে প্রযুক্তি সহায়তা দিয়েছে আইডেক্স বায়োমেট্রিক্স, কনা আই ও ইনফিনিয়ন টেকনোলজিস। নতুন এই কার্ডে সর্বাধুনিক বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং মেটাল ডিজাইনের সমন্বয় করা হয়েছে, যা গ্রাহকদের উন্নত নিরাপত্তা এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, বাংলাদেশে এই বৈশ্বিক মাইলস্টোন অর্জনে নেতৃত্ব দিতে পেরে ইবিএল গর্বিত।

বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল কার্ড বাংলাদেশ থেকে যাত্রা শুরু করল। এটি নিরাপত্তা এবং ডিজাইনের এক অনন্য মিশ্রণ। এই কার্ড ব্যবহারে গ্রাহকেরা উন্নত ও বিলাসবহুল অভিজ্ঞতা পাবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments