আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর ৩১তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (৯ জুলাই) স্থানীয় সময় দুপুরে তিনি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে উপদেষ্টাকে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, হাইকমিশনের উপ-প্রধান ও অন্যান্য কূটনৈতিক কর্মকর্তা।
আসিয়ান আঞ্চলিক ফোরাম হলো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক কূটনৈতিক প্ল্যাটফর্ম, যেখানে সদস্য রাষ্ট্রসমূহ আঞ্চলিক নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, জলবায়ু নিরাপত্তা এবং মানবিক সহায়তার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে।
বাংলাদেশ ২০০৬ সাল থেকে এআরএফ-এর সদস্য হিসেবে যুক্ত রয়েছে এবং নিয়মিতভাবে এই ফোরামের কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এবারের বৈঠকে অংশগ্রহণ বাংলাদেশের জন্য কেবল আনুষ্ঠানিক উপস্থিতির বিষয় নয়, বরং এটি আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্রিয় ভূমিকার প্রতিফলন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকের মূল অধিবেশনে অংশগ্রহণ ছাড়াও উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বৈঠকের সাইডলাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা ইস্যুতে আলোচনা হতে পারে।
বিশ্লেষকদের মতে, আসিয়ান অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিন-পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এমন বৈঠকগুলো বড় সুযোগ হয়ে ওঠে।
উল্লেখ্য, এবারের আসিয়ান আঞ্চলিক ফোরামে আসিয়ান সদস্য ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, রাশিয়াসহ মোট ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন।