Homeউদ্যোক্তা মেলাআর্কা ফ্যাশন উইক ২০২৫ 

আর্কা ফ্যাশন উইক ২০২৫ 

‘সবার জন্য ফ্যাশন’ প্রতিপাদ্য আলোকি কনভেনশন সেন্টারে শুরু হতে যাচ্ছে আর্কা ফ্যশন উইকের তৃতীয় আসর। চারদিনের এই আয়োজন ১৬ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে। 

রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে ১৬ জানুয়ারি থেকে আসর বসছে আর্কা ফ্যাশন উইক ২০২৫-এর।

বহুমুখী এ আয়োজনটি প্রতিদিন বেলা ১১টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

চার দিনের এই ফ্যাশন উইক নিয়ে ১২ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন আর্কা ফ্যাশন উইকের প্রতিষ্ঠাতা আসাদ সাত্তার; মডেল, কোরিওগ্রাফার ও আয়োজক কমিটির সদস্য আজরা মাহমুদ এবং আয়োজক কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক শেখ সাইফুর রহমান।

শুভেচ্ছা বক্তব্যে আর্কা ফ্যাশন উইকের ধারাবাহিকতা ও এবারের আয়োজন সম্পর্কে অবহিত করেন শেখ সাইফুর রহমান। আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আসাদ সাত্তার। তিনি বলেন, প্রতিবছর নতুন কোনো একটি বিষয় আর্কা ফ্যাশন উইকে যুক্ত হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মাস্টারক্লাস তেমনই একটি সংযোজন। পাশাপাশি এবারের চার দিনের আয়োজন সাজানো হয়েছে চারটি ভিন্ন ভিন্ন থিমে।

প্রশ্নোত্তর পর্বে এবারের মডেল নির্বাচন নিয়ে আজরা মাহমুদ বলেন, প্রতিবারের মতো এবারও নতুন মডেলরা প্রাধান্য পাচ্ছেন আর্কা ফ্যাশন উইকে। ছয় শতাধিক আবেদন থেকে ১০০ জনকে অডিশনে ডাকা হয়। সেখান থেকে ২৫ জনকে বাছাই করা হয়েছে। এ ছাড়া গত বছরের নির্বাচিত মডেলদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় মডেলরাও উপস্থিত থাকবেন এবারের আসরে।

গত বছর আর্কা ফ্যাশন উইকের দ্বিতীয় আসর আয়োজিত হয় ১৩ থেকে ১৬ জুন। বর্ণিল ও দৃষ্টিনন্দন এই আয়োজন নজর কাড়ে ফ্যাশনপ্রিয়দের। প্রায় ২০ হাজার মানুষের পদচারণায় মুখরিত ছিল ‘আলোকি’ প্রাঙ্গণ।  তারুণ্যের লাইফস্টাইল ও ফ্যাশনচর্চাকে গুরুত্ব দেওয়ায় এই আয়োজন পেয়েছে দারুণ সাফল্য। সেই সাফল্যকে বিবেচনায় রেখে ‘আর্কা কালেক্টিভ’ এবং ‘আর্কা স্টুডিও’ তৃতীয় আসরের আয়োজন করছে।

নতুন ডিজাইনার ও ব্রান্ডগুলোকে একটা প্লাটফর্ম করে দেয়াও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। তৈরি পোশাক শিল্পের পণ্য বিপনন থেকে রপ্তানি, সেখান থেকে ফ্যাশন ব্রান্ডের পোশাকের আন্তর্জাতিক ক্ষেত্রে উপস্থাপন, ক্রেতাদের আকর্ষণ করা ও দেশীয় ঐতিহ্যবাহী পণ্যকে বিশ্বজুড়ে সমাদৃত করা ‘আর্কা ফ্যাশন উইকের’ মূল লক্ষ্য।

এবারের আয়োজনে থাকছে রানওয়ে শো, মাস্টারক্লাস, শীর্ষ ডিজাইনার ও  ব্রান্ডের পোশাক নিয়ে ফ্যাশন শো। এই আয়োজনের মাধ্যমে মত বিনিময় , নিজেদের গল্প ভাগ করে নেবে সবার সঙ্গে, যাতে করে লাইফস্টাইল ও ফ্যাশনকে অনুষঙ্গ হিসেবে সবাই উদযাপন করতে।

এবারের আয়োজনে প্রতিদিন থাকছে একেকটি থিম। প্রথম দিন ডেনিম, দ্বিতীয় দিন ‘মডার্ন কন্টেপোরারি’ , তৃতীয় দিন ফিউশন আর চতুর্থ দিন ‘সাস্টেইনেবলিটি’। এই বিষয়গুলো কেবল আয়োজনের  বৈচিত্র্যময়তাকে তুলে ধরে না, এর মাধ্যমে দেশীয় ঐতিহ্য, অভিনবত্ব, পরিবেশের প্রতি অনুরাগ প্রকাশ পাবে।

আয়োজনে প্লাটিনাম পার্টনার হিসেবে আছে ‘সুন্দরা’ ও আড়ং, ব্যাংক পার্টনার- ‘ প্রাইম ব্যাংক’, ফ্যাশন পার্টনার- আমিরা অ্যাপারেল, ডেউ বাই সারা, এক্সপেরিয়েন্স পার্টনার- লেটস ভাইভ , গোল্ড পার্টনার- অ্যারাবিকা ও ডানা এভিয়েশন, বাবল টি পার্টনা- কনা ক্যাফে, মিডিয়া পার্টনার ক্যানভাস ম্যাগাজিন, স্টার লাইফস্টাইল, কেবলগ্রাম, আইস টুডে, অ্যাসোসিয়েট পার্টনার প্রথমআলোডটকম। আর স্ট্রাটেজিক পার্টনার হিসেবে থাকছে লাউড ওয়ার্কস, ট্যালেন্ট  আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প, কি কিউব প্রোডাকশন, ডাকপিয়ন ডিজিটাল, পারসোনা, এলিগেন্ট মেকওভার অ্যান্ড ফ্যাশন, অরা বিউটি লাউঞ্জ, আর্কা কালেক্টিভ ও হাল ফ্যাশন।

এবারের ডিজাইন ল্যাবে থাকছে নিজের ইচ্ছেমতও ডিজাইন করা টি–শার্ট, টোট ব্যাগ, স্কার্ফ ও হ্যাট ডিজাইন করে নেয়ার ব্যবস্থা, আছে বোল পেইন্ট, স্ক্রিন প্রিন্টিং, হ্যান্ডপেইন্টিং, প্যাচওয়ার্ক এবং এরকম আর দারুণ সবকিছু। থাকছে ফেসপেইন্টিং, হেয়ার ব্রেইডিং ও ক্যারিকেচার আঁকার ব্যবস্থা।

দ্বিতীয় আসরের মতো এবারও প্রথম দিন কোন শো থাকছে না। দ্বিতীয় দিন থেকে থাকছে ফ্যাশন শো। প্রতিদিন চারটি পর্বে অনুষ্ঠিত হবে ফ্যাশন শো। প্রতি পর্বে থাকবে একাধিক ব্র্যান্ড বা ডিজাইনার লেবেলে উপস্থাপনা। এবার মোট ২৩টা শো অনুষ্ঠিত হবে।

এবারের রানওয়ে তে দ্বিতীয় থেকে চতুর্থ দিন  থাকছে চারটি করে ফ্যাশন শো- দ্বিতীয় দিন থাকবে বাংলা পাঙ্ক, এজেড, ট্যাপারড, দানিয়া, রয়েল বেঙ্গল কতুর, ওয়ান পারসেন্ট ক্লাব, ঢেউ বাই সারা,  আমি ঢাকা ও কাঁঠাল।

তৃতীয় দিন থাকবে ফ্যাশন ডিজাইনার শিক্ষার্থীদের ডিজাইনে ফ্যাশন শো, গ্লি ও আমিরা। শেষ দিন থাকবে ঢং, তাসা, ফ্রেন্ডশিপ কালারাস অব দ্য চরস–ইন্ডি, গ্রিশো বাই সৌহার্দ্য, ব্লিস ক্লদিং, উড়ুক্কু বাংলাদেশ, তান, অরণ্য ও কুহু। সব মিলিয়ে থাকছে বারোটি ফ্যাশন কিউ।

প্রথমবারের মত আর্কা ফ্যাশন উইকে থাকছে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মাস্টারক্লাস। এছাড়া ফুড জোনে থাকছে অ্যারাবিকা, জাস্ট জুস, স্লারপস, ওয়াফেল আপ, ফ্রুটসিকলস, কাউচ পটেটো, কড়া ফ্রাই, বিরিয়া স্টপ, সেই নেহারি, ইজাকায়া, কনা ক্যাফে ও লিয়র বেকারি।

পুরো দিনের আয়োজন শেষে রাতে থাকছে সঙ্গীতায়োজন। অংশ নিচ্ছে আর্কা এক্স ভাই ভাই টেকওভার, আরসি বিডি, সাইতারা, রেদোয়ান, জলের গান, ইন্দালো ও কন্যা দে দ্য ডেস্ট্রয়ার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments