Homeবিদেশি উদ্যোক্তাআপনি কি একজন সিরিয়াল এন্ট্রাপ্রেনার?

আপনি কি একজন সিরিয়াল এন্ট্রাপ্রেনার?

বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়া শুধু আর চাকরির বিকল্প নয়—এটা হয়ে উঠেছে একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবনধারা। আর এই যাত্রায় যাঁরা একটির পর একটি ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলেন, সফল করে তোলেন এবং আবার নতুন কিছু শুরু করেন, তাঁদের বলা হয় সিরিয়াল এন্ট্রাপ্রেনার। 

সিরিয়াল এন্ট্রাপ্রেনার (Serial Entrepreneur) বলতে এমন একজন উদ্যোক্তাকে বোঝানো হয় যিনি একটির পর একটি নতুন ব্যবসা শুরু করেন এবং তা সফলভাবে চালু করার পর আবার নতুন উদ্যোগে হাত দেন।

একজন সিরিয়াল এন্ট্রাপ্রেনার সাধারণত একটি ব্যবসা প্রতিষ্ঠা করে সেটিকে সফলভাবে পরিচালনা করেন, কখনো সেটি বিক্রি করে দেন, কখনো পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে আবার নতুন কোনো উদ্যোগ শুরু করেন। তাঁদের লক্ষ্য শুধু লাভ নয়, বরং সমস্যা সমাধানের নতুন উপায় খুঁজে বের করা, নতুন পণ্যের ধারণা নিয়ে কাজ করা এবং মানুষের জীবনে কার্যকর পরিবর্তন আনা।

বিশ্বব্যাপী দেখা যায়, সিরিয়াল এন্ট্রাপ্রেনাররা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের তৈরি করা একাধিক উদ্যোগের মাধ্যমে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, তেমনি সৃষ্টি হচ্ছে নতুন শিল্প ও বাজার।

বিশ্বব্যাপী যে উদ্যোক্তারা নিজেদের একাধিক উদ্যোগের মাধ্যমে বহুমাত্রিক প্রভাব রেখেছেন, তাঁদের মধ্যে শীর্ষস্থানীয়দের একজন হলেন Elon Musk। Zip2 থেকে শুরু করে PayPal, তারপর Tesla, SpaceX, Neuralink ও The Boring Company—প্রতিটি উদ্যোগ একটি নতুন ধারণার ওপর প্রতিষ্ঠিত, যা শুধু লাভের উদ্দেশ্যে নয়, বরং মানব সভ্যতাকে প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত করার লক্ষ্যেই গড়ে তোলা হয়েছে।

একইভাবে Richard Branson বিশ্বব্যাপী একজন উদ্ভাবনী সিরিয়াল উদ্যোক্তা হিসেবে পরিচিত। Virgin Group-এর অধীনে তিনি মিউজিক, এভিয়েশন, মোবাইল কমিউনিকেশন এবং এমনকি স্পেস ট্যুরিজমের মতো বৈচিত্র্যময় খাতে একের পর এক উদ্যোগ গড়ে তুলেছেন। তাঁর প্রতিটি উদ্যোগ একটি নতুন শিল্পের দরজা খুলে দিয়েছে।

Jack Dorsey প্রযুক্তি ও সামাজিক যোগাযোগের দুনিয়ায় এক ব্যতিক্রমী নাম। Twitter-এর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি বৈশ্বিক বার্তা বিনিময়ের সংস্কৃতিতে বিপ্লব ঘটিয়েছেন। পরে Square (বর্তমানে Block) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি ক্ষুদ্র ব্যবসার ডিজিটাল লেনদেনকে সহজ করে তোলেন, যা একটি নতুন আর্থিক বিপ্লবের জন্ম দেয়।

Oprah Winfrey, যিনি কেবল একজন টেলিভিশন ব্যক্তিত্ব নন, বরং মিডিয়া, প্রকাশনা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উদ্যোগের জগতে একাধিক ব্যবসা শুরু করে নারী নেতৃত্ব ও আত্ম-উন্নয়নের প্রতীক হয়ে উঠেছেন। তাঁর OWN Network, Oprah Magazine, এবং বিভিন্ন ব্র্যান্ড পার্টনারশিপ তাঁকে একজন সফল সিরিয়াল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এই সকল সিরিয়াল এন্ট্রাপ্রেনারদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল—তাঁরা প্রথম সফলতার পর থেমে যাননি। বরং তাঁরা প্রতিবার নতুন করে চিন্তা করেছেন, ব্যর্থতাকে গ্রহণ করেছেন, অভিজ্ঞতা থেকে শিখেছেন এবং নতুন সমস্যার সমাধানে ঝাঁপিয়ে পড়েছেন।

তাঁদের প্রতিটি উদ্যোগ একটি করে ‘স্টার্টআপ’ নয়, বরং একটি করে ‘সম্ভাবনার গল্প’, যা বিশ্বকে বদলে দেওয়ার শক্তি রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments