Homeউদ্যোক্তা মেলাআন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিসিকের স্টল পরিদর্শনে বিসিক চেয়ারম্যান

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিসিকের স্টল পরিদর্শনে বিসিক চেয়ারম্যান

২৯ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিসিকের স্টল: হল ‘এ’ স্টল নম্বর পিএস ৩২ পরিদর্শন করেন বিসিকের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মো: সাইফুল ইসলাম। এসময় বিসিকের সম্মানিত পরিচালক (বিপণন) জনাব খন্দকার মু: মুশফিকুর রহমানসহ বিপণন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ চেয়ারম্যান মহোদয়কে স্টল ঘুরিয়ে দেখান। 

চেয়ারম্যান মহোদয় বিসিকের স্টলে ৮ জন উদ্যোক্তার তৈরি বিভিন্ন পণ্য যেমন জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, পাটের তৈরি বিভিন্ন পণ্য, বাঁশ ও বেতের পণ্য, নকশী কাঁথা, বুটিকস, হাতের কাজের পণ্য, চামড়াজাত পণ্যসহ, বিসিকের নিজস্ব উৎপাদিত খাটি মধু ইত্যাদি পরিদর্শন করেন। পাশাপাশি উদ্যোক্তাদের নানামুখী গঠনমূলক দিকনির্দেশনা প্রদান করেন।

মেলাতে প্রদর্শিত বিসিকের পণ্য ও সেবার মান দর্শকদের প্রশংসা অর্জন করবে এবং মেলার সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়াও বিসিক কর্মকর্তা ও উদ্যোক্তাদের মেলা সংক্রান্ত কার্যক্রম নিয়ে তিনি সার্বিক সন্তুষ্টি প্রকাশ করেন।

মেলা চলবে ০১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি,২০২৫ খ্রি. পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments