Homeউদ্যোক্তা মেলাআন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর শুরু ৬ ফেব্রুয়ারি

আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর শুরু ৬ ফেব্রুয়ারি

দেশের পর্যটন শিল্পের বিকাশে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫’।

তিন দিনব্যাপী এ মেলা চলবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে।

ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত এ মেলার টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের বেসরকারি উড়োজাহাজ প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স। সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ মনিটর কার্যালয়ে বাংলাদেশ মনিটর ও ইউএস-বাংলার মধ্যে টাইটেল স্পন্সর সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিক্রয় ও বিপণন প্রধান সফিকুল ইসলাম এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ড. ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এসময় বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের অধীনে ‘ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫’ এর আয়োজন ও দেশ-বিদেশে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এছাড়া মেলার দর্শনার্থীদের জন্য এয়ারলাইনটি তাদের নেটওয়ার্কভুক্ত বিভিন্ন গন্তব্যে আকর্ষণীয় প্যাকেজ ও এয়ার টিকিটের ওপর মূল্যছাড় ঘোষণা করবে।

এবারের ঢাকা ট্রাভেল মার্টে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, ইউএই, ভারত এবং স্বাগতিক বাংলাদেশের ৪৫টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্য কোম্পানিগুলো।

ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫’ আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারিত হয়েছে জনপ্রতি ৫০ টাকা। দর্শনার্থীরা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র‍্যাফেল ড্র’তে এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments