৬,৭ ও ৮ ডিসেম্বর’২৪, অম্বিকা ময়দান ফরিদপুরে বাংলাদেশের তাঁতশিল্পের প্রচার, প্রসার ও গবেষণায় আত্মপ্রত্যয়ী প্রতিষ্ঠান কৈফিয়া’র উদ্যোগে তিনদিনব্যাপী ‘বিবি’র মেলার আয়োজন করা হয়েছে।
মেলার মধ্যমণি এবং উদ্বোধক হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার, গবেষক ও উদ্যোক্তা বিবি রাসেল।
মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৩০ জন উদ্যোক্তা অংশ নিবেন তাদের তাঁতশিল্পসহ অন্যান্য হস্তশিল্পের পণ্য, ঐতিহ্য এবং সংস্কৃতি। উদ্যোক্তাগণের পণ্যের সাথে থাকছে বিবি’র বিস্ময় বিবি’র গামছা।
এছাড়াও বিশেষ আয়োজনে থাকছে ফরিদপুরের তারুণ্যদীপ্ত ও গুণীজনদের সম্মাননা। থাকছে বাংলাদেশের তাঁতশিল্প ও অন্যান্য হস্তশিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা।
অংশগ্রহণকারী উদ্যোক্তাগণের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে সমাপ্তি হবে তিনদিনব্যাপী এই অনাড়ম্বর আয়োজন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা