Homeউদ্যোক্তা মেলাআগারগাঁওয়ে শুরু হয়েছে বাংলাদেশ বাণিজ্য মেলা ২০২৫

আগারগাঁওয়ে শুরু হয়েছে বাংলাদেশ বাণিজ্য মেলা ২০২৫

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (BCFCC) শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বাণিজ্য মেলা ২০২৫। বুধবার (১৫ অক্টোবর) ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের আয়োজনে ১২ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ২৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিদ উদ্দিন আহমেদ, পরিচালক, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও এক্স-গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

বাণিজ্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “বাংলাদেশে বাণিজ্য মেলার ইতিহাস দীর্ঘদিনের, তবে এখন সময় এসেছে একে আবারও রপ্তানিমুখী করার। আগে এই মেলার মূল উদ্দেশ্য ছিল রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানো, এখন তা জাতীয় উৎসবের মতো হয়ে উঠেছে। বিদেশি ও দেশীয় উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করেন, যা দেশের বাজার সম্প্রসারণে বড় ভূমিকা রাখছে।”তিনি আরও বলেন, “দেশে এখনও পর্যাপ্ত বাণিজ্য মেলা বা সোর্সিং ফেয়ার আয়োজন হয় না। উন্নত দেশগুলোর মতো নিয়মিতভাবে এমন আয়োজন হলে ব্যবসা আরও সম্প্রসারিত হবে।”
বিশেষ অতিথি জসিম উদ্দিন আহমেদ বলেন, “দেশি পণ্য ব্যবহার যত বাড়বে, দেশের অর্থনীতি তত শক্তিশালী হবে। বাণিজ্য মেলা শুধু বিক্রির সুযোগ নয়, নতুন উদ্যোক্তাদের জন্যও এটি একটি বড় প্ল্যাটফর্ম। ভালো পরিবেশ, নিরাপত্তা ও সহযোগিতা ছাড়া উদ্যোক্তারা এগোতে পারেন না—আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আয়োজক এক্স-গ্রুপ জানায়, এ আয়োজনের মূল লক্ষ্য দেশীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক সংযোগ তৈরি, স্থানীয় পণ্যের বিপণন বৃদ্ধি এবং দর্শনার্থীদের জন্য নিরাপদ ও পারিবারিক বিনোদনসমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করা।
এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে_ শিশুদের জন্য কিডস জোন, আধুনিক ফ্যাশন ও কসমেটিক্স প্যাভিলিয়ন, জনপ্রিয় খাবারের ফুড কর্নার এবং স্বাস্থ্যসেবায় ইউনিকো হাসপাতালের বিশেষ বুথ।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (BCFCC)। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments