Homeউদ্যোক্তা মেলাআগামীকাল শুরু হচ্ছে উদ্যোক্তা ভূমি আয়োজিত 'শীতের হাওয়া' শীর্ষক পণ্য প্রদর্শনী 

আগামীকাল শুরু হচ্ছে উদ্যোক্তা ভূমি আয়োজিত ‘শীতের হাওয়া’ শীর্ষক পণ্য প্রদর্শনী 

আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসার সাথে সম্পৃক্তরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে দিয়ে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেয়ে ধার করা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা।

তাই বুটিক শিল্পের উদ্যোক্তাদের জন্য শুধু মঞ্চে দাড়িয়ে বক্তব্য নয়, উদ্যোক্তাদের নকশা থেকে শুরু করে উৎপাদন, বিপনন পর্যন্ত বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে অনুপ্রেরণা দিতেই বিশ্বরঙ এর কর্ণধার প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার “বিপ্লব সাহা” নতুন উদ্যোক্তাদের নিয়ে তৈরি করেছে “বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি।

প্রতি মাসেই ঢাকা সহ ঢাকার বাহিরের বিভিন্ন জেলায় আয়োজন হচ্ছে ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’র আড্ডা। যেখানে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার উদ্যোক্তারা উপস্থিত থাকেন। বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা প্রত্যেক উদ্যোক্তার কাছে গিয়ে তার পণ্য দেখেন এবং খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে যথোপযুক্ত পরামর্শ দেন। পাশাপাশি উদ্যোক্তারা তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং সমস্যার কথা তুলে ধরেন বিপ্লব সাহার কাছে। তিনি প্রত্যেক উদ্যোক্তাকে তার জীবনের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেন, মনোবল শক্ত করে দূর্বার গতিতে এগিয়ে যাওয়ার লক্ষ্যে।

উদ্যোক্তাদের সাথে সরাসরি গ্রাহকের সম্পৃক্ততার জন্যই গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর বিশ্বরঙ তার নিজস্ব শোরুমে আয়োজন করে উদ্যোক্তাদের তৈরি পণ্য নিয়ে প্রদর্শনী “শরৎ হাওয়া”।

উদ্যোক্তাদের উৎসাহ, উদ্দীপনায়, অনুপ্রেরণায় অনুপ্রাণিত করতে প্রদর্শনীর আড়ম্বরতায় উপস্থিত ছিলেন টিভি ও চলচ্চিত্র অভিনেতা ফখরুল বাশার মাসুম, অভিনেত্রি মিলি বাশার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিঃ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কানিজ আলমাস খান, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী, প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার, বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা, হেয়ার এক্সপার্ট, এবং বানথাই বারবার এন্ড বিউটি স্যালুন এর পরিচালক কাজী কামরুল ইসলাম, অভিনেত্রী রোজি সিদ্দিকী, প্রখ্যাত অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী এবং স্থপতি অপি করিম এবং সাংবাদিক শেখ সাইফুর রহমান।

অতিথিরা বিশ্বরঙ এর এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের উদ্দেশ্যে তাদের নিজস্ব জীবনের বাস্তবিক অভিজ্ঞতা থেকে শিক্ষামূলক বিভিন্ন উপদেশ দেন। আগামীতে তাদের সাথে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।

“শরৎ হাওয়া” প্রদর্শনীর সফলতার ধারাবাহিকতায় এবারের আয়োজন “শীতের হাওয়া”। ১৮ থেকে ২৪ ডিসেম্বর-২০২৪, ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

“বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি” আয়োজিত “শরৎ হাওয়া” প্রদর্শনীর মতই “শীতের হাওয়া” প্রদর্শনীর ব্যাপক ভাবে প্রশংসিত এবং সমাদৃত হবে। প্রদর্শনীতে উদ্যোক্তাদের উৎসাহ, উদ্দিপনায়, অনুপ্রেরণায় অনুপ্রাণিত করতে উপস্থিত থাকবেন দেশের খ্যাতিমান সাংস্কৃতিক ব্যাক্তিত্বরা।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments