Homeখাবারআগামীকাল বিশ্ব খাদ্য দিবস

আগামীকাল বিশ্ব খাদ্য দিবস

আগামীকাল ১৬ অক্টোবর বৃহষ্পতিবার বিশ্ব খাদ্য দিবস। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচিতে পালিত হবে দিবসটি।
এবারের প্রতিপাদ্য ‘Hand in Hand for Better Foods and a Better Future” — অর্থাৎ, খাদ্য নিরাপত্তা ও টেকসই ভবিষ্যতের জন্য বৈশ্বিক সহযোগিতা।

প্রথমবার ১৯৭৯ সালে পালিত হওয়া বিশ্ব খাদ্য দিবস প্রতিবছর ১৬ অক্টোবর পালিত হয়। এর মূল উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে দুর্ভিক্ষ, খাদ্য নিরাপত্তা ও মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রতি সচেতনতা বৃদ্ধি করা।

বিশ্বের সকল মানুষকে খাদ্য যোগানোর মতো যথেষ্ট খাদ্য উৎপাদিত হয়। খাদ্যকে মানুষের জন্য সবচেয়ে মৌলিক প্রয়োজনীয়তার মধ্যে তৃতীয় (বায়ু ও পানি-পরবর্তী) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এটি জাতিসংঘ কর্তৃক সর্বজনীন মানবাধিকার ঘোষিত ও দুটি আন্তর্জাতিক চুক্তিতে আইনগতভাবে স্বীকৃত মানবাধিকার।

বিশ্ব সম্প্রদায় আজকের দিনে একজোট হয়ে সকলের জন্য খাদ্যের অধিকার নিশ্চিত করার লড়াইয়ে অংশগ্রহণ করবে। খাদ্য নিরাপত্তা, অপুষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায়, এবারের দিবসের ফোকাস হলো বৈচিত্র্যময়, পুষ্টিকর, সাশ্রয়ী ও নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিত করা, যাতে একটি ভালো জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যায়।

দিবসটি উদযাপন করতে কৃষি মন্ত্রণালয় বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছে। এতে রয়েছে আন্তর্জাতিক সেমিনার, গণসচেতনতা কর্মসূচি এবং প্রধান ধারার সংবাদপত্রে বিশেষ সংযোজন প্রকাশ। এছাড়া পোস্টার, বিলবোর্ড, ভিডিও বার্তা ও বিভিন্ন তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে দিবসটির গুরুত্ব তুলে ধরতে।

আগামীকাল সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ (BARC) মিলনায়তনে দিবস উপলক্ষে একদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব আবু তাহের মোহাম্মদ জাবের, FAO-এর বাংলাদেশ প্রতিনিধি ডঃ ডিয়া সানো, এবং IFAD-এর কান্ট্রি ডিরেক্টর ডঃ ভ্যালানটাইন আচানচো।
উপসভাপতি হিসেবে অনুষ্ঠান পরিচালনা করবেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আবু জুবায়ের হোসেন বাবলু।

সোর্সঃ বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments