আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষ্যে ২৭ নভেম্বর, কড়াইল এরশাদ স্কুল মাঠে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাল্যবিবাহ নিরোধ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরী সু-স্বাস্থ্য নিয়ে কাজ করা স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রধান, সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ব্রাউনিয়া, সমাজসেবা অধিদপ্তর এর শিশু সুরক্ষা সমাজকর্মী আরিফা খাতুন, সমাজসেবা অধিদপ্তর এর শিশু সুরক্ষা সমাজকর্মী সজিব মিয়া, ব্লাস্টের বোর্ড অব ট্রাস্টি তাহমিনা রহমান, আইনজীবী শিহাব আহম্মেদসহ অন্যান্য প্যারালিগ্যাল সদস্যবৃন্দ।
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর সুষ্ঠু বাস্তবায়নে এবং বাল্য বিয়ে প্রতিরোধের জন্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি, আইনজীবী, বেসরকারি সংস্থার কর্মকর্তা, শিক্ষক, কিশোর কিশোরী দলের প্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তির সমন্বয়ে ‘বাল্য বিয়ে নিরোধ ও করণীয়’ বিষয়ক এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাল্য বিবাহ নিরসনে তরুণদের ভূমিকা ও করণীয় – বিষয়টির উপর বক্তব্য রাখেন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রধান, সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ব্রাউনিয়া। তিনি বাল্য বিয়ের নেতিবাচক দিক, সামাজিক মূল্যবোধ, আইন সম্পর্কিত সচেতনতা, মেয়ে শিশুদের নিরাপত্তা এবং পড়াশোনার উপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের মেয়েদের বাল্য বিয়ে রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
ব্লাস্ট একটি আইনগত সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান। আইনগত সহায়তা দেয়ার ক্ষেত্রে ব্লাস্ট নারী অধিকার, প্রতিবন্ধী অধিকার, শ্রমিক অধিকার, শিশু অধিকার, ক্ষুদ্র নৃগোষ্ঠী অধিকার, বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অধিকার প্রভৃতি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকে। বাল্য বিয়ে রোধে ব্লাস্ট কর্তৃক ৮ টি জেলায় কমিটি গঠন করা হয় এবং ইতিমধ্যে ৩০৭টি বাল্য বিয়ে বন্ধ করেছে ব্লাস্ট। কিশোর কিশোরী এবং অভিভাবকদের সঠিক দিক নির্দেশনা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করে।
কিশোর কিশোরীদের ক্ষমতায়িত করে বাল্য বিয়ের সমস্যা মোকাবেলার জন্য দল গঠনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম গুলো বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
সেতু ইসরাত, উদ্যোক্তা বার্তা