রাত পোহালেই মাসব্যাপী চট্টগ্রাম ট্রেড ফেয়ার

0

চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আগামীকাল শনিবার (১৪ জানুয়ারি) শুরু হচ্ছে মাসব্যাপী সিএমএসএমই ট্রেড ফেয়ার। তৃতীয় বারের মতো আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সিএমএসএমই’র প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেলার বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, মেলায় ছোট-বড় প্রায় ৩০০টি স্টল এবং ৮টি প্যাভিলিয়ন থাকবে। এবারের মেলায় নারী উদ্যোক্তাদেরকে স্বল্পমূল্যে ক্ষেত্রবিশেষে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম হালিশহরের আবাহনী মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে।যার প্রবেশমূল্য রাখা হয়েছে ২০ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলাতেও শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় বিনোদন পার্কসহ নগরীর স্কুলগুলোতে শিশুদের জন্য বিনামূল্যে টিকেট সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার শেষদিন প্রবেশ টিকেটের ড্র অনুষ্ঠিত হবে। যেখানে মোটর সাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ক্যাম্প, সিসিটিভি ক্যামেরা, বেসরকারি নিরাপত্তারক্ষীসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।

চিটাগাং উইমেন চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, এফবিসিসিআই-এর পরিচালক ডা. মুনাল মাহবুব, ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী প্রমুখ।

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here