জাতীয় লবণ নীতি ২০১৬ অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দেশের লবণ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আয়োডিন যুক্তকরুন এবং বাজারজাতকরণসহ সার্বিক বিষয়ে লবণ শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। লবণ একটি অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য।

বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে পটিয়া লবণ জোনের লবণ মিলসমূহে উৎপাদন চলমান আছে।

লবণ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক তদারকির মাধ্যমে লবণ মিলসমূহে উৎপাদন চলমান রাখার জন্য বিসিক সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

করোনা সংক্রমণ প্রতিরোধ ও বিদ্যমান পরিস্থিতিতে নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে মাঠপর্যায়ে লবণের মজুদ, চলাচল ও মূল্য সংক্রান্ত তথ্যাদি নিয়মিত সংগ্রহ করে লবণের সরবরাহ চেইন নিরবিচ্ছিন্ন রাখতে বিসিক সর্বদা প্রয়োজনীয় কার্যকরী ভূমিকা রাখছে।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here