রাজশাহীতে ক্রেতা-বিক্রেতা সম্মিলন শুরু

0

বিসিক জেলা কার্যালয় রাজশাহীর আয়োজনে নগরীর টি-বাঁধ সংলগ্ন পিঁপড়া আপ্যায়ন অ্যান্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে তিনদিনের ক্রেতা-বিক্রেতা সম্মিলন ২০২২। বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল জলিল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.মোঃ বোরাক আলী।

রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে আয়োজনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি স্টলগুলো ঘুরে দেখেন।

আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মোঃ বোরাক আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিপণন এর বিভিন্ন বিষয় উদ্যোক্তাদের মাঝে তুলে ধরা হয়। প্রশ্নোত্তর পর্বেও তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জাফর বায়েজীদ, উপ-মহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, রাজশাহী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আনোয়ারুল আজিম, শিল্পনগরী কর্মকর্তা, বিসিক শিল্পনগরী, রাজশাহী।

সকাল থেকেই পিঁপড়া আপ্যায়ন অ্যান্ড কনভেনশন সেন্টারে বিসিকের বাছাই সেরা ৩০ জন উদ্যোক্তা পোশাক, গহনা, অর্গানিক ফুড, হারবাল প্রসাধনী, গৃহসজ্জা, হোম মেইড ফুড, বান্দরবানের ব্যাগসহ বাহারি সব পণ্যের পসরা সাজিয়ে বসেন। বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ৫০ জন উদ্যোক্তার উপস্থিতিতে সেমিনার অনুষ্ঠিত হয়।

২২-২৪ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে। বিসিক জেলা কার্যালয় রাজশাহী আয়োজিত ক্রেতা-বিক্রেতা সম্মিলন ২০২২ এর ইভেন্ট পার্টনার পিঁপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট। মিডিয়া পার্টনার চ্যানেল আই অনলাইন, উদ্যোক্তা চ্যানেল আই এবং উদ্যোক্তা বার্তা।

মেলাটি সকলের জন্য উন্মুক্ত।

তামান্না ইমাম,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here