বঙ্গবন্ধু বিজয় মেলা ২০২৩

0

গত ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রি. দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) পণ্য ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণে সহায়তা প্রদানের উদ্দেশ্যে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট-এ ‘বঙ্গবন্ধু বিজয় মেলা- ২০২৩’ শুরু হয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আহসান কবীর, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা), জনাব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, পরিচালক (অর্থ), জনাব কাজী মাহবুবুর রশিদ, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি), জনাব ইঞ্জিঃ মো: শফিকুল আলম (অধ্যক্ষ) ও বিসিক ট্রেনিং ইনস্টিটিউট এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

মেলায় পর্যাপ্ত সংখ্যক উদ্যোক্তা তাদের পণ্য নিয়ে অংশগ্রহণ করেছেন। মেলায় দেশী উদ্যোক্তাদের তৈরি যেসব পণ্য পাওয়া যাচ্ছে তা হলো হস্তশিল্প, নকশীকাঁথা, শাড়ি, থ্রিপিস, জুয়েলারী আইটেম, বাঁশ ও বেতের জিনিসপত্র, বিভিন্ন মুখোরোচক খাবার, আচার, মধু, মাশরুম, পোশাক, হাতের তৈরি গহনা, খেলনা, চামড়াজাত পণ্য ইত্যাদি।

এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নাগরদোলা ও চরকি।

১০ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here