HVAC – চিলার কুলার কোল্ডস্টোরেজ এর ইন্সটলেশনে আজ দেশসেরা নাম মহিউদ্দিন

0
উদ্যোক্তা - মহিউদ্দিন

নোয়াখালীতে তৃতীয় শ্রেণীতে পড়া এই শিশু দুই বছর টাকা জমিয়ে প্রথম রেডিও কিনেছিলেন। বাঁশের খুঁটায় জমানো টাকায় এক স্বপ্নের ভুবন খুলে দিলো। রেডিও কোন স্টেশন ধরতে না পারলে মেকারের কাছে নিয়ে যেতেন মহিউদ্দিন। একদিন নিজেই রেডিওটি খুলে ফেললো ছোট্ট বালক, ট্রানজিস্টার টিউন করা শুরু করলেন কিশোর মহিউদ্দিন। একসময় রেডিওর মেকানিক ওস্তাদ সুভাষ আঙ্কেলের কাছ থেকে ৫০ টাকা দিয়ে অনেক গুলো পুরাতন রেডিও কিনলেন মহিউদ্দিন। কিশোর মহিউদ্দিন ৩-৪টি রেডিও ভেঙ্গে তৈরি করে ফেললেন মনের মত একটি রেডিও। বুস্টার হিসেবে অ্যালুমিনিয়াম ঢাকনি, কয়েকটি ব্যাটারি একযোগে সেট করে ক্যাপাসিটি বাড়ানো হলো। তৈরি হলো সেই কাঙ্ক্ষিত রেডিও। কয়েকটি ওয়েস্টেড যন্ত্র থেকে একটি সচল বেতার যন্ত্র তৈরি করে ফেললেন কিশোর মহিউদ্দিন।

বাবা ব্যবসা শুরু করলেন এবং ছেলেকে দিলেন একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। শিখতে তাকে হবেই, অদম্য বাসনা নিয়ে নানান কাজে ইনোভেটিভ আইডিয়া খাটিয়ে কাজ গুলো করে ফেলতেন। বাড়িঘর, ফ্যাক্টরির অনেক কাজের অর্ডার একাই চ্যালেঞ্জ নিয়ে সম্পন্ন করে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল কয়েকগুণ।

এদিকে বাবার ইলেক্ট্রিক ঠিকাদারি কাজের একটি এসি কন্ট্রাক্টে বাবা মহিউদ্দিনকে দিলেন। দুই মাসের কাজ এক সপ্তাহে সম্পন্ন করলেন তরুণ মহিউদ্দিন। প্রশংসা কুড়ালেন ব্যাপক। নারায়ণগঞ্জ জেলার জয়নাল প্লাজা, চিলার এসি ইনস্টলেশন’স, বিদেশী বিশেষজ্ঞদের দেশে আসা, থাকা, অবস্থান, ব্যয় সবকিছু দেখে তরুণ মহিউদ্দিন ভাবেন এমন কিছু তো আমরাও করতে পারি, তাহলে দেশের অনেক টাকা বাঁচবে। চ্যালেঞ্জ গ্রহণ করলেন, নিজে কাজ করে টাকা সঞ্চয় করলেন। ২০০ টিআর এর একটি চিলার মেশিন বানিয়ে ফেললেন মহিউদ্দিন। গ্লোব সফট ড্রিংকস প্রথম চিলারটি কিনলেন।

পেছনে ফিরে তাকায় না আর তরুণ। রেফারেন্স আসতে থাকে একের পর এক। মাইনাস ৬০ ডিগ্রি একটি চিলার ফার্মাসিটিউক্যালস এ সফলতার সাথে ইনস্টল ও সেটআপ সম্পন্ন করা তরুণ চিলার এক্সপার্ট এবার দেশের দ্বিতীয় শীর্ষ স্থানীয় স্বনামখ্যাত করপোরেট প্রতিষ্ঠানের বড় একটি ফ্যাক্টরি নারায়ণগঞ্জে ফার্মাসিটিউক্যালসে মাইনাস ২০ ডিগ্রি সেন্টিগ্রেড অত্যন্ত সফলতার সাথে তৈরি করে দিলো মেশিন। করা হলো টেস্ট এবং ইনস্টল।

নিরন্তর গবেষণা, ভিন্নধর্মী চিন্তা এবং তা থেকে নিজে উদ্যোগ নিলেন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান দেবার। স্থাপন করলেন মহিউদ্দিন ইঞ্জিনিয়ারিং। ফার্মাসিটিউক্যাল সেক্টরে এয়ার হ্যান্ডেলিং ইউনিট বাংলাদেশে প্রথম কাস্টমাইজড প্রডাক্ট, কাস্টমারের চাহিদা, স্থান, স্পেস অনুযায়ী উৎপাদন শুরু করলেন। চকলেট, জেলি আইসক্রিম ইন্ডাস্ট্রিজ, পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রিজ, থাই অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, লবণ ইন্ডাস্ট্রিজ, পোল্ট্রি এন্ড হ্যাচারি প্রসেসিং প্ল্যান্ট, ফার্মাসিটিউক্যালস, রেস্টুরেন্টস, এগ্রো ইন্ডাস্ট্রিজ, কসমেটিকস ইন্ডাস্ট্রিজ, হেলথ কেয়ার সেন্টার, ফিড মিলস, সুইট সপ, প্লাস্টিক এন্ড পলিমার ইন্ডাস্ট্রিজ গার্মেন্টস এন্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, ফুড এন্ড বেভারেজ, স্পিনিং, কিটিং এন্ড ডাইং, আন্ডারগ্রাউন্ড মার্কেট, ইয়ার্ন প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, ব্যাগ ইন্ডাস্ট্রিজ এমন সব ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আজ মেশিন স্থাপনা করছেন তিনি।

গার্মেন্টস এর জন্য স্পেশাল এয়ারচেঞ্জে নতুন ৫০ জন ক্লায়েন্ট মিললো। নয়েজ রিডাকশনে বড় বড় ১০ টি প্রজেক্ট সম্পন্ন হলো। কৃষি ক্ষেত্রে উদ্যোক্তাদের জন্য HVAC ইনস্টলেশন করে অনেক এগিয়ে নিলেন কৃষি উদ্যোক্তাদের। প্রায় ২৫০ জন কর্মী আজ নিয়মিত কাজ করছেন তার সাথে।স্বপ্নভরা চোখে দৃঢ় প্রত্যয় আর চ্যালেঞ্জ গ্রহণ করে সেদিনের কিশোর প্রমাণ করেছেন নিজেকে। ১৩৫ জন ক্লায়েন্ট নিয়ে আজ সফল মাঝারি খাতের উদ্যোক্তা, ইনস্টলেশনে দেশসেরা এক নাম জাতীয় পুরস্কারপ্রাপ্ত সফল উদ্যোক্তা মহিউদ্দিন।

সাদিয়া সূচনা
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here