১৪ তম আন্তর্জাতিক ফেব্রিক মেলা ‘জেড এন্ড জেড ফেব্রিক উইক’

0

ঢাকার গুলশানে ১৪ তম আন্তর্জাতিক ফেব্রিক মেলা ‘জেড এন্ড জেড ফেব্রিক উইক’ আয়োজন করেছে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স।

২০২৫ সালে আমাদের ফ্যাশন পণ্যে কোন ধরণের ফেব্রিক আসছে তারই ধারণা দিতে এই আয়োজন করছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক বাজারকে মাথায় রেখে আগামী বছরের গ্রীষ্মের কাপড় নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক বাজারে কাপড় প্রদর্শনের জন্য বরাবরের এই আয়োজন করছে গুলশানে তাদের নিজস্ব মার্কেটিং অফিসের ডিজাইন স্টুডিওতে।

মেলায় প্রদর্শন করা বেশির ফ্রেব্রিক্সই পরিবেশ বান্ধব ও টেকশই উপাদানে তৈরি। লিনেন, হ্যাম্প, বেনানা, জুট, ব্যাম্বো, পাইনএ্যাপলসহ বিভিন্ন ফাইবারকে কাজ লাগিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স। ২০০টি নতুন ডিজাইনের কালেকশন ও নতুন উদ্ভাবন করা ৫০টি কাপড় নিয়ে এসেছে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স।

২০১৭ সাল থেকে ‘জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স’ এই আন্তর্জাতিক কাপড়ের মেলার আয়োজন করে আসছে। প্রতি বছরই দুবার এই আয়োজন করে প্রতিষ্ঠানটি। একটি মেলা আয়োজিত হয় বসন্ত/গ্রীষ্ম কালেকশনে, অন্যটি শীত ও শরৎকালের বাজারকে ঘিরে। এই আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন বায়ারের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটছে বাংলাদেশের ফেব্রিক্স শিল্পের।

সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here