শেষ সময়ে জমজমাট গুলশান আবাসন মেলা

0

প্রোপার্টি প্লাস ইভেন্টস এর আয়োজনে রাজধানীর গুলশান শুটিং অনুষ্ঠিত হয়েছে আবাসন খাতের অন্যতম বড় ইভেন্ট ‘গুলশান আবাসন মেলা ২০২২’। শেষদিন শুক্রবার মেলা ছিল ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় মুখর।

দিনের শুরু থেকে মেলায় বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। নিজের একটা আবাসনের খোঁজে মেলায় ভিড় করেন মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। কিছুটা কম দামে জায়গা কেনার সুযোগ থাকায় তাদের আগ্রহও ছিল বেশি।

১৪ সেপ্টেম্বর শুরু হওয়া গুলশান আবাসন মেলায় প্রায় ৩০ টির মতো ল্যান্ড এবং অ্যাপার্টমেন্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলাটি স্পন্সর করেছে নর্থসাউথ গ্রুপ। প্যাভিলিয়ন স্পন্সর ছিল গোল্ডস্যান্ডস হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, সিটি মেড গ্রুপ। কো-স্পন্সর হিসেবে ছিল বাস্তু প্রোপার্টিজ লিমিটেড, সুবর্ণভুমি হাউজিং লিমিটেড, ইনোভা ইভারগ্রিন, ৯২ রেসিডেন্স অ্যান্ড রিসোর্ট লিমিটেড, প্লাটিনাম সিটি, করপোরেট ভিলেজ এবং অক্টাগন এসেস্টস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড

এছাড়াও অংশগ্রহণ করেছে: জমিদার সিটি (পূর্বাচল গ্রুপ), পূর্বাচল প্রবাসী পল্লী, প্রোপার্টি প্লাস হোল্ডিংস লিমিটেড, তাকওয়া প্রোপার্টিজ, ক্লাসিক ল্যান্ডস অ্যান্ড বিল্ডিং টেকনোলজি লিমিটেড, ইকো অরচ্যার্ড লিমিটেড এবং নিরাপদ ভ্যালি লিমিটেডসহ আরও কিছু প্রতিষ্ঠান।

মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here