মহান মে দিবস উপলক্ষ্যে করোনায় কর্মহীন হয়ে পড়া বিভিন্ন সেক্টরের পাঁচশত শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা শনিবার ১লা মে প্রদান করা হয়। জেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজনে খুলনার শ্রম অধিদফতর চত্বরে মুদি দোকানদার, নারী শ্রমিক, গণপিরবহন শ্রমিক ও প্রান্তিক শ্রমিকেদর মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, তেল, মুরগির মাংস প্রভৃতি বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। গেস্ট অব অনার হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে করোনায় কর্মহীন শ্রমিকদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর মানিবক সহায়তায় (খাদ্য সামগ্রী) কার্যক্রেম লকডাউেন ক্ষতিগ্রস্ত কৃষকেদর উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকল্পে কৃষকেদর কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ক্রয় করে তা বিতরণ করা হচ্ছে।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here