উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ নিয়ে ঋণ পাওয়ার সুযোগ

0

উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ নিয়ে ঋণ পাওয়ার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) খুলনা জেলা কার্যালয়।

জেলার শিক্ষিত তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার জন্য জন্য পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

প্রশিক্ষণ কোর্স চলবে আগামী ১২ থেকে ১৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

যারা শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসা-বাণিজ্য গড়ে তুলতে চান, তাঁদের জন্য এ কোর্স। সফলভাবে কোর্স শেষ করার পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাদের বিসিকের নিজস্ব তহবিল এবং কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে এবং অনলাইনে শিল্প নিবন্ধন দেওয়া হবে।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের জন্য যে যে কাগজপত্র জমা দিতে হবে- ছবি-১ কপি, এনআইডি কার্ডের ফটোকপি-১কপি। প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা। সফলভাবে কোর্স সমাপ্তিতে সরকারি সার্টিফিকেট প্রদান করা হবে।

উদ্যোক্তা বার্তা রিপোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here