ইলন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী হলেন আর্নল্ট

0

ফ্রেঞ্চ বিলাসবহুল শৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান আর্নল্ট বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকার প্রথম স্থান দখল করে নিয়েছেন। গত বছর থেকেই বার্নার্ড আরনল্ট ও ইলন মাস্ক প্রায়শই ফোর্বসের তালিকায় স্থান পাল্টাপাল্টি করছেন।

লুই ভিটন ও সেফোরার মতন ডজন খানেক লাক্সারি ব্র্যান্ডের মালিক বার্নার্ড আর্নল্ট। ফোর্বসের তালিকা অনুযায়ী, শুক্রবার (২৬শে জানুয়ারি) আর্নল্টের মোট সম্পত্তি বেড়ে দাঁড়িয়েছে ২০৭.৮ বিলিয়ন বা ২০ হাজার ৭০০ কোটি ডলারে। দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের বর্তমান সম্পত্তির পরিমাণ ২০ হাজার ৪০০ কোটি ডলার।
বৃহস্পতিবার টেসলার শেয়ার দরে পতন হয়েছে ১৩ শতাংশ যার ফলে ১৮ বিলিয়ন বা ১৮০ কোটি ডলার এর সম্পদ হারিয়েছেন মাস্ক। শুক্রবার সকাল ১১;০০ টায় এলভিএমএইচ-র শেয়ার দর ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে আর্নল্টের সম্পত্তি একদিনেই বৃদ্ধি পেয়েছে ২৩.৬ বিলিয়ন ডলার।
বর্তমানে এলভিএমএইচের বাজারমূল্য ৩৮৮.৮ বিলিয়ন ডলার আর টেসলার বাজারমূল্য ৫৮৬.১৪ বিলিয়ন ডলার।

তথ্যসূত্রঃ ফোর্বস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here