অনলাইন আবাসন মেলা শুরু

0

প্রথম আলো ডটকমের আয়োজনে অনলাইনে ষষ্ঠবারের মতো চলছে ‘ডিবিএল সিরামিকস আবাসন মেলা’। এবারই প্রথম অনলাইনের পাশাপাশি সশরীরও দুই দিনের জন্য এ আয়োজন করা হয় রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে। সেখানেই শনিবার (২৭ মে) মেলার উদ্বোধন করা হয়। গত ২৬ মে শুক্রবার থেকে অনলাইনে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১ জুন পর্যন্ত।

মেলার উদ্বোধনী আয়োজনটি শনিবার বিকেলে শুরু হয় দেশাত্মবোধক গানের মাধ্যমে। গান শেষে মেলা আয়োজনের নানা দিক তুলে ধরেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, করোনার সময় অভিনব এই মেলার উদ্যোগ নেওয়া হয়, যা এরই মধ্যে দেশে-বিদেশে গণমাধ্যমের জন্য ভালো একটি ব্যবসায়িক ধারণা হিসেবে স্বীকৃতি পেয়েছে। দেশের উন্নয়নে আবাসন খাতের কোম্পানিগুলোর অবদানের কথা উল্লেখ করে প্রথম আলো সম্পাদক বলেন, আবাসন খাতের ব্যবসায়ীরা রীতিমতো বিপ্লব করে ফেলেছেন। ঘনবসতির ঢাকা শহরে এত মানুষের বসবাস, এসব সম্ভব হয়েছে আবাসন কোম্পানিগুলোর কারণে।

এবারের মেলার বিশেষ অংশীদার আইএফআইসি ব্যাংক। এর ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার বলেন, দেশে আবাসন শিল্পের বাজার যদি ১০ লাখ কোটি হয়ে থাকে, সেখানে ১ লাখ কোটি টাকাও ব্যাংক খাত থেকে আসেনি। এ খাতে অধিকাংশ বিনিয়োগ আসে মানুষের জমানো টাকা থেকে। এ জন্য দেশের আবাসন খাতের ঋণের প্রবাহ বাড়ানোর বড় সুযোগ আছে।

অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কাদের বলেন, প্রথম আলোর অনলাইন আবাসন মেলার এই উদ্যোগ এরই মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এটা সবার জন্য গর্বের।

হাতিল ফার্নিচারের সহকারী মহাব্যবস্থাপক রণজিত রায় বলেন, বর্তমানে সশরীর কোনো মেলায় যেতে হলে যানজটসহ নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তাতে অনেকে আগ্রহ বোধ করেন না। সেখানে অনলাইনে এমন আয়োজন করার ফলে ক্রেতারা ঘরে বসে একসঙ্গে অনেক কোম্পানির তথ্য জানতে পারেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনার্জি প্যাকের সহযোগী প্রতিষ্ঠান জি-গ্যাসের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আবু সাঈদ, কিউব হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সুজন শর্মা, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদী উজ-জামান, মেরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এন-ই খোদা, বিডিজি মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, বিক্রয় ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ঈশিতা শারমীন, স্বপ্ন নিবাসের ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান শাওন, বিজলী কেব্‌লসের প্রধান বিপণন কর্মকর্তা মোহিত চক্রবর্তী, এ্যাক্টস অ্যাসেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক ডিবিএল সিরামিকস। কৌশলগত অংশীদার আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সহযোগিতায় রয়েছে আসবাবের ব্র্যান্ড হাতিল। এ ছাড়া বিশেষ অংশীদার আইএফআইসি ব্যাংক।

এ ছাড়া পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স, বিক্রয় ডটকম, জি গ্যাস, বিজলী কেব্‌লস, এডিসন রিয়েল এস্টেট, আনোয়ার ল্যান্ডমার্ক, নাভানা রিয়েল এস্টেট, মেরিন গ্রুপ, কমপ্রিহেনসিভ হোল্ডিংস, নতুনধরা, স্বপ্ননিবাস, জেবিএস হোল্ডিংস, কিউব হোল্ডিং, ক্রিডেন্স হাউজিং, বিডিডিএল, ফোর্টেস হোল্ডিংস এবং এ্যাক্টস এ্যাসেট।

abashonmela.pro ওয়েবসাইটে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলছে।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here