বাংলাদেশ বিসিক শিল্প মালিক সমিতির নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিগণের সাথে বিসিক চেয়ারম্যান জনাব মোঃ মোশতাক হাসান, এনডিসি মহোদয়ের এক মতবিনিময় সভা গতকাল ১১ জানুয়ারি ২০২১ বিসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিসিক শিল্পনগরী ও সমন্বয় শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় বিসিক শিল্পনগরীসমূহে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমূহ উত্তরণের উপায়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত মতবিনিময় সভায় বিসিক শিল্প মালিক সমিতির নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ মহি উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক ডা. বেলাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি জনাব মোঃ হাতেম, সহ-সভাপতি জনাব মোঃ মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক শরীফ আজমল হোসেন, কোষাধ্যক্ষ জনাব আলীমুল এহছান চৌধুরীসহ প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন প্রকৌশলী নাসরিন রহিম , উপমহাব্যবস্থাপক ,শিল্পনগরী ও সমন্বয় শাখা।
পরিচালক (অর্থ) জনাব স্বপন কুমার ঘোষ; পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প ) মোঃ আলমগীর হোসেন; পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ড. গোলাম মোঃ ফারুক; বিসিক সচিব মোঃ মফিদুল ইসলাম; মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ স্কিটি প্রকৌশলী মোঃ শফিকুল আলম; মহাব্যবস্থাপক (বিপণন) জনাব অখিল রঞ্জন তরফদার, প্রধান প্রকৌশলী মোঃ আবদুল খালেক, নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) জনাব জিএম রব্বানী তালুকদার, উপমহাব্যবস্থাপক ( প্রকল্প) মোঃ মিজানুর রহমান পটোয়ারীসহ বিসিক ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা