রংপুর বিসিক এর উদ্যোগে শুরু হলো অনলাইন পণ্য মেলা ২০২১। বিসিক রংপুর জেলার আয়োজনে অনলাইনে এই মেলার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান জনাব মো. মোশতাক হাসান, এনডিসি । আজ ০৬/০৭/২০২১ইং থেকে আগামী ২০/০৭/২১ পর্যন্ত ১৫দিন ব্যাপী চলবে বিসিক অনলাইন পণ্য মেলা- ২০২১।
বিসিক রংপুর জেলা উপ-মহাব্যবস্থাপক (ভাঃ) জনাব মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বেে এবং বিসিক রংপুর সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ রেজাউল ইসলাম এর সঞ্চালনয় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে এই অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক জনাব মো. রেজাউল আলম সরকার, বিসিকের মহাব্যবস্থাপক (বিপণন) জনাব অখিল রন্জন তরফদার, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট জনাব মো. রেজাউল ইসলাম মিলন, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট- আনোয়ারা ফেরদৌসী পলি। স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ মোস্তাকিম আরিফ।
উক্ত মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২২০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। মাননীয় চেয়ারম্যান মহোদয় উদোক্তাদের মাঝে বিসিকের ভিশন মিশন ও বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন এবং উদ্যোক্তাদের বিসিক মুখী হতে আহবান জানান। তিনি বলেন, বিসিক ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম শুরু করেছে যার মাধ্যমে একজন উদ্যোক্তা এক জায়গা হতে ২৮ টি সেবা পাবেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুম অ্যাপ এ সংযুক্ত থেকে ৭০ জন উদ্যোক্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনলাইন মেলার মাধ্যমে উদ্যোক্তাদের পণ্যের প্রচার, প্রসার ও বাজারজাতকরণ আর্থিকভাবে স্বাবলম্বী ও ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য বিসিক রংপুর এই মেলার আয়োজন করেছে বলে জানান আয়োজক প্রতিষ্ঠান।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা