ঐক্য সিএমএসএমই আওয়ারে এসে উদ্যোক্তা আব্দুল আজিজের সাথে সংহতি প্রকাশ করেছেন মীর সাব্বির।
প্রতি বৃহস্পতিবারের মতো আজও ঐক্য সিএমএসএমই আওয়ারের উপস্থিত ছিলেন উদ্যোক্তা আব্দুল আজীজ। তিনি এসেছেন তার বিভিন্ন ধরনের চা নিয়ে। মালাই চা, মাসালা চা, দুধ চা, রঙ চা, গ্রীন টি, ব্ল্যাক কফি, গ্রীন কফি সহ বিভিন্ন ধরনের চা কফি এবং কফি তৈরীর মেশিন নিয়ে আজকের আওয়ারে উদ্যোক্তা উপস্থিত হয়েছিলেন।

উদ্যোক্তার সাথে সংহতি প্রকাশ করে লাইভে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় অভিনয়শিল্পী ও নির্মাতা মীর সাব্বির। তিনি সিএমএসএমই আওয়ারে এসে কথা বলেন চায়ের এবং কফির ব্যাপারে তার ভালোবাসার কথা। তিনি বলেন, “চা আমার কাছে একটা ভালোবাসা।

চা আসলে প্রতিটা বাঙালির একটা অনুভুতির জায়গা।” তিনি উক্ত আয়োজনে এসে আরও জানান তার নতুন সিনেমার ব্যাপারে। বাংলাদেশের গল্প, বাংলাদেশের মাটির গল্প নিয়ে নির্মিত ‘রাত জাগা ফুল’ তার নতুন সিনেমা যা তিনি নির্মাণ করছেন বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায়। সিনেমাটি আগামী ৩১ ডিসেম্বর সারাদেশে একযোগে মুক্তি পাবে।
উপস্থাপক মুনিয়া রুবার উপস্থাপনায় উদ্যোক্তা এবং অতিথির যুগলবন্দীতে বেশ প্রাণবন্ত হয়ে উঠে সিএমএসএমই আওয়ার।
সাকিব মাহমুদ,
উদ্যোক্তা বার্তা