রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমএমই পণ্যমেলায় প্রথমবারের মতো শারীরিক প্রতিবন্ধীদের জন্য সহায়ক ডিভাইস নিয়ে এসেছেন জ্যাকসন জয়। তিনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। দীর্ঘ ১৩ বছর ইউনাইটেড সার্জিক্যাল লিমিটেড কোম্পানিতে কর্মরত ছিলেন ইঞ্জিনিয়ারিং টিম লিডার এবং রিসার্চার হিসেবে। চাকরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০১৯ সালে ব্যক্তিগতভাবে শারীরিক প্রতিবন্ধীদের জন্য কাজ শুরু করেন৷
দুর্ঘটনায় বা অসুস্থতার কারণে অঙ্গ হারানো কিংবা প্যারালাইসড রোগীদের জন্য জয় তৈরি করছেন Knee Joint (নি জয়েন্ট) ডিভাইস যার সাহায্যে একজন পা হারানো ব্যক্তি পায়ে সাপোর্টের পাশাপাশি হাঁটাচলা করার সুযোগ পাচ্ছেন।
মেটালের তৈরি এইসব ডিভাইস আধুনিকতার সাথে তাল মিলিয়ে আপডেট ভার্সনে তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জয়। আগের দিনের মতো কাঠের তৈরি নির্দিষ্ট ফ্রেমের মধ্যে সীমাবদ্ধ নয় জয়ের নি জয়েন্ট ডিভাইস। বডি মুভমেন্ট এর উপর ভিত্তি করে ডিভাইসগুলো তৈরি করা হয় জয়ের লিম্বস ইঞ্জিনিয়ারিং গ্লোবেক্সে। চাইলে যে কোন সময় ডিভাইসটি পরিবর্তন করতে পারেন। প্রায় ৩০০ জনকে নি জয়েন্ট ডিভাইসটির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন জ্যাকসন জয়।
উদ্যোক্তা বলেন, ‘আমেরিকান একটি কোম্পানিতে জবে থাকার কারণে নি জয়েন্ট নিয়ে কাজ শুরু করি এবং প্রচুর রিসার্চ করার সুযোগ পাই। তখন কাজটি ছিল ক্ষুদ্র পরিসরে এবং নি জয়েন্ট ছাড়াও অন্যান্য ডিভাইসগুলো ছিল আমদানিনির্ভর। তখন আমার মনে হয়েছে, এই কাজগুলো আমাদের দেশেই করা সম্ভব। এতে আমদানির পরিমাণ কমবে এবং দেশের টাকা দেশেই থাকবে। এই ধরনের চিন্তা ভাবনা থেকেই কাজটি শুরু করা।’
মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন: একটা সময় মনে হয়েছিল আমি দেশের জন্য কোন কাজই করছি না। অনেক সময় হতাশ হয়ে যাই। তবুও স্বপ্ন দেখেছি ভালো কিছু হবে। আমার পরিবার আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে এবং তাদের সাপোর্টের কারণেই এই মেলায় অংশ নিয়েছি। অনেক ভালো সাড়া পাচ্ছি। এখন মনে হচ্ছে আসলেই আমি মানুষের জন্য কিছু হলেও করতে পারছি। মানুষ সাদরে আমার ডিভাইসগুলো গ্রহণ করছে। এসএমই মেলায় অংশগ্রহণ করায় আমার প্রোডাক্ট নিয়ে অনেক বড় বড় পর্যায়ে যাওয়ার সুযোগ হয়েছে।
ইতোমধ্যে এসএমই ফাউন্ডেশন, ড্যাফোডিল ইউনিভার্সিটি, বুয়েট, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং বিটাক থেকে ভালো সাড়া পেয়েছেন তিনি। কিভাবে প্রোডাক্টের দাম কমিয়ে, সহজলভ্য করা যায় সে বিষয়ে কাজ করা হবে বলে জানিয়েছে বিটাক।
এসএমই মেলায় সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রমী প্রোডাক্টগুলো দেখতে লিম্বস ইঞ্জিনিয়ারিং গ্লোবেক্স এর ২৪৪ নম্বর স্টলটিতে দর্শনার্থীরা ভিড় করছেন। অনেকে আসছেন এবং ডিভাইস সম্পর্কে জেনে নিচ্ছেন, কেউবা আত্নীয়-স্বজনদের জন্য নেবার সিদ্বান্ত নিচ্ছেন।
সাভারের বিরুলিয়ায় জয়ের ফ্যাক্টরি, সেখানে তার সাথে কাজ করছেন ৪/৫ জন। ভবিষ্যতে শরীরের অন্যান্য অঙ্গের বিকল্প ডিভাইস তৈরির পরিকল্পনা রয়েছে তার।
সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা