oikko.com.bd-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড দেখার অপেক্ষা শেষ

0

শেষ হলো অপেক্ষা, এখন উপভোগের পালা। শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আই’র পর্দায় দেখুন ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জাঁকজমকপূর্ণ আয়োজন।

দক্ষিণ এশিয়ার মর্যাদাপূর্ণ সঙ্গীত আয়োজন ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আসরটি মাতিয়েছেন দেশবরেণ্য সঙ্গীতশিল্পীরা। গর্বের পদ্মা সেতুর পাড়ে ১৭তম এই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার যোগদান দর্শকদের অভিভূত করেছে। বিশিষ্ট ৬৫ জন সঙ্গীতশিল্পী ও তিনশ’ নৃত্যশিল্পীর পরিবেশনায় মুগ্ধ হয়েছেন অতিথিরা।

বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার পরিবেশনায় ‘পদ্মার ঢেউরে’ গানটি দিয়ে ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো আসরের পর্দা ওঠে। খরস্রোতা পদ্মা নিয়ে জনপ্রিয় গ্রামবাংলার গানে মনোমুগ্ধকর পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো।

শেখ রাসেলের জন্মদিনে আলো ঝলমলে মঞ্চে গানে গানে জাতির পিতার কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে স্মরণ করেন দেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা।

জন্মদিনের গানের পরপরই অভিনেত্রী সাবিলা নূরের ক্লাসিক্যাল নৃত্য নিয়ে ভিন্নধর্মী পরিবেশনায় দর্শকরা ডুবে থাকেন কিছুক্ষণ।

দক্ষিণ এশিয়ার সব চেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে জীবন্ত কিংবদন্তি গানের পাখি সাবিনা ইয়াসমিন নিজের সুর করা গান পরিবেশন করে দর্শকদের অভিভূত করেন।

এই প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় ফোক ফিউশনের পারফরম্যান্স ভিন্ন মাত্রা যোগ করে ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে।

তারা ঝলমল রাতে চার দশকে গানের ভুবনকে আলোকিত করায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎকে সম্মান জানান এই প্রজন্মের শিল্পীরা। নিজের গানে এক পর্যায়ে তাদের সাথে গলা মেলান কুমার বিশ্বজিৎ।

সাড়ে চার ঘণ্টা জমকালো আয়োজনে ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহার ডুয়েট পারফরম্যান্স।

বাঙালির ইতিহাসের মাইলফলক পদ্মা সেতুর পাড়ে শেখ রাসেল সেনানিবাসে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লার সুর করা গানে এক অন্য মাত্রা যোগ হয় ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের বর্ণিল আয়োজনে।

সঙ্গীত নিয়ে বড় আয়োজনে মঞ্চে গানের পাশাপাশি আদর আজাদ ও নায়িকা দিঘির ডুয়েট পারফরম্যান্স উপভোগ করেন দর্শকরা।

প্রয়াত বিশিষ্ট গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও প্রয়াত বিশিষ্ট সুরকার আলম খানকে মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে এই প্রজন্মের সঙ্গীতশিল্পীরা শ্রদ্ধা জানান।

মনমাতানো পারফরম্যান্স দিয়ে নিজের গানে নেচে মঞ্চ কাঁপান চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

ব্যান্ড জগতের আইকন আইয়ুব বাচ্চুকে তার গান দিয়ে সম্মাান জানানো হয় মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে। বাউল গানের সম্রাট শফী মণ্ডল ও এই প্রজন্মের বাউল গান করা সঙ্গীতশিল্পীর দ্বৈত পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যায়।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী ও ফাহমিদা নবীর ডুয়েট পরিবেশনা দর্শকদের চনমনে করে তোলে। এই প্রজন্মের দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরানের জনপ্রিয় গান পরিবেশন করেন ক্ষুদে সঙ্গীতশিল্পীরা। সঙ্গে থেকে শিল্পীদের অনুপ্রেরণা দেন ইমরান নিজেও।

স্বপ্নের পদ্মা সেতুর পাড়ে প্রথমবারের মতো মিউজিকের বিশাল আয়োজনে দেশের গানে মন ভরান কিংবদন্তী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বরেণ্য এ রবীন্দ্র সঙ্গীতশিল্পীকে অনুষ্ঠানে আজীবন সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানের শেষদিকে বাজিমাত করে টিম দামাল। ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘দামালে’র শিল্পীরা ফোক সম্রাজ্ঞী মমতাজকে সঙ্গে নিয়ে করে এক ভিন্নধর্মী পরিবেশনা। এর মধ্য দিয়ে শেষ হয় ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের গালা নাইট যা দেখা যাবে চ্যানেল আই’র পর্দায় শুক্রবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং মিউজিক অ্যাওয়ার্ড উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশনের সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং সভাপতি শাহীন আকতার রেনী।

অনুষ্ঠানটির বিশেষ পর্বগুলো সঞ্চালনা করেন অপু মাহফুজ।

দীর্ঘ এই জমকালো আয়োজনের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন।

ডেস্ক রিপোর্ট,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here