AFDB’র আয়োজনে দুদিনব্যাপী ‘ফাগুন উৎসব’

0

রাজধানীর বনানীতে ‘দেশী ভালবাসি’ এবং অ্যাসোসিয়েশন অফ ফ্যাশন ডিজাইনারস অফ বাংলাদেশ (এএফডিবি) এর আয়োজনে চলছে দুদিনব্যাপী ‘ফাগুন উৎসব’।

২৬টি স্টলে ২৮ জন উদ্যোক্তার অংশগ্রহণে দেশীয় পণ্যের পসরা সেজেছে বনানীতে৷

মেলার আয়োজক এএফডিবির সভাপতি এবং ‘দেশী ভালবাসি’-এর প্রতিষ্ঠাতা মানতাশা আহম্মেদ বলেন, ‘আমরা প্রতিবছরই বিভিন্ন ধরনের আয়োজন করি। বিশেষ করে নারী উদ্যোক্তাদের মধ্যে যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা প্রমোট করার চেষ্টা করি।’

উৎসবে যোগ দেওয়া ‘শিল্পলোক’ কর্ণধার শারমিন আফরোজ লাবনী বলেন: ফাগুনকে উদযাপন করার জন্য যে ফাগুন উৎসবের আয়োজন করা হয়েছে তা সত্যি অসাধারণ। বিশেষ করে আমাদের মতো উদ্যোক্তাদের জন্য। নতুন একটি প্লেসে আমরা আমাদের পণ্যের প্রচার করতে পারছি। অনেক বিদেশী বায়ার পাচ্ছি, এটা আমাদের জন্য খুবই আনন্দের।’

ফাগুন উৎসবে রয়েছে দেশীয় জামদানী, রিক্সা পেইন্টের পণ্য, জামদানি ব্যাগ ও জুতাসহ বিভিন্ন হ্যান্ড পার্স, নকশিকাঁথা, দেশী টয়েলিট্রিজ পণ্য, পাহাড়ি খাবারসহ নানা পদের পিঠা পুলি।

১৭ এবং ১৮ ফেব্রুয়ারি চলবে এই ফাগুন উৎসব যা সকলের জন্য উম্মুক্ত।

সেতু ইসরাত
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here