সিটিস্কেপে ১০ সফল নারী উদ্যোক্তা

0

সফল নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানীর গুলশান এভিনিউ’র সিটিস্কেপ টাওয়ারে দু’ দিনের মেলা শুরু হয়েছে। মেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন, বিক্রয় এবং কর্মশালাসহ আছে নানা আয়োজন।

দশ সফল নারী উদ্যোক্তার অংশগ্রহণে মঙ্গলবারও (২৩ আগষ্ট) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলার উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।

মেলার আয়োজক গ্রীনটেক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান আয়োজন সম্পর্কে  বলেন, ‘আমরা এই মেলার আয়োজন করেছি মূলত নারী উদ্যোক্তাদের নিয়ে। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অনেক বড় ভূমিকা রয়েছে। নারী উদ্যোক্তাদের উদ্যোগগুলোকে আরও সম্প্রসারণ ও তাদেরকে বিভিন্ন সহযোগিতা প্রদানের লক্ষ্যে আমরা দু’দিনের এই মেলার আয়োজন করেছি।’

তিনি বলেন: এই মেলায় অংশ নেওয়া নারীরা প্রত্যেকেই সফল উদ্যোক্তা। চেষ্টা করেছি বিভিন্ন সেক্টরের মানুষদের সামনে তাদের পণ্যের গুণগত মান তুলে ধরতে। সেই সাথে আমরা একটা কর্মশালারও আয়োজন করেছি। কর্মশালায় তাদেরকে উদ্যোগ সম্প্রসারণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

জমজমাট এই মেলায় নারী উদ্যোক্তারা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। শাড়ি, কামিজ, থ্রিপিস, বিছানার চাদর, বাচ্চাদের জামা, পান্জাবিসহ হাতের কাজ করা বাহারি পণ্য দেখা গেছে মেলায়।

এছাড়াও ছিল নিত্যপ্রয়োজনীয় থেকে শুরু করে অনেক বিলাসী পণ্য, পাশাপাশি ঘরে তৈরি মজাদার খাদ্যসামগ্রী। 

আফসানা অভি
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here