করোনা পরবর্তী বয়ঃসন্ধি মানসিক স্বাস্থ্য ও সচেতনতার সেমিনার অনুষ্ঠিত

0

রাজধানীতে করোনা পরবর্তী বয়ঃসন্ধি মানসিক স্বাস্থ্য ও সচেতনতার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা ব্যাংক মৌচাক শাখা ও মেন্টাল স্ট্রেনগার সাপোর্ট টিম এই সেমিনার আয়োজন করে।

সেমিনারে করোনা পরবর্তী বয়ঃসন্ধিকালীন মানসিক স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও
কিশোরদের করোনাকালীন সময়ে ইন্টারনেট আসক্তি ও গেজেটের অধিক ব্যাবহারের ফলে তাদের যে মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে তা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে।

আজকের কিশোর আগামী দিনের সম্পদ।তাই তাদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা যেমন বিতর্ক, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে তাদের কে কিভাবে ইন্টারনেট আসক্তি থেকে মুক্ত করা যায় সে লক্ষ্যেই আলোচনা করা হয়।

প্রধান অতিথি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) এডমিনিস্ট্রেশন একাডেমির রেক্টর সেক্রেটারি মমিনুর রশিদ আমিন বলেন “আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য সুন্দর পরিকল্পনার মাধ্যমে তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি।”

মেন্টাল স্ট্রেনগার সাপোর্ট টিমের স্হায়ী কমিটির সদস্য উদ্যোক্তা রোকেয়া হায়দার নিলা বলেন, “আমাদের প্রত্যেকের উচিত এই বয়োঃসন্ধিকালীন সময়ে কিশোরদের মানসিক স্বাস্থ্যের দিকে যত্ন নেয়া।নানা সময়ে যেসব নেতিবাচক ঘটনা আমরা দেখছি সেটা থেকে মুক্তি পেতে হলে মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেয়া টা খুব প্রয়োজন।”

সংগঠনের সভাপতি ডা. মো. কাজী ইস্রাফিল বলেন, জানান করোনাকালীন সময়ে এই সংগঠনের যাত্রা শুরু। করোনাকালীন সময়ে জরুরী স্বাস্হ্য সেবা ও মানসিক স্বাস্থ্যের প্রতি সাধারণ মানুষকে সাহায্য ও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করেছেন।

করোনাকালীন সময়ে গৃহবন্দী জীবন এবং করোনায় মৃত মানুষদের লাশ দাফন নিয়ে সমস্যা সহ সকল বিষয়ে মানুষের সাহায্য ও সচেতনতার লক্ষ্যে ১০ জন ডাক্তার বন্ধু ও নন ম্যাডিক্যাল কিছু সদস্যের সমন্বয়ে মেন্টাল স্ট্রেনগার সাপোর্ট টিম সংগঠনের যাত্রা। এই সংগঠন থেকে ৩০০ এর বেশী করোনা রোগীকে স্বাস্থ্য ও মানসিক সেবা দানের মাধ্যমে তাদের সুস্থ করে গড়ে তোলেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কুমিল্লার শিল্প পুলিশের পুলিশ সুপার আবু আহমদ আল মামুন। এছাড়াও অন্যান্য শ্রেণী পেশার কর্মকর্তারা সেমিনারে অংশ নেন।

দিনব্যাপী আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে এই সেমিনারটি শেষ হয়।

মাসুমা সুমি
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here