স্বনির্ভর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে অঙ্গশ্রী বিজয় মেলার উদ্বোধন

0

দেশব্যাপী উদ্যোক্তাদের উদ্যোগ আরও জোরদার করতে এবং দেশি পণ্যের প্রচার-প্রসারের ভাবনা থেকেই চার দিনব্যাপী শুরু হয়েছে অঙ্গশ্রী বিজয় মেলা।

শনিবার ১১ ডিসেম্বর রাজধানীর উত্তরার ৩ নং সেক্টর আজমপুরে ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে আয়োজিত মেলার ফিতা কেটে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার। এই সময় আরও উপস্থিত ছিলেন সম্মানিত উদ্যোক্তা ও আয়োজকরা।

বিজয় মেলার এই আয়োজন আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এই মেলা চলবে থাকবে।

লিপি খন্দকার মেলার উদ্বোধন করে বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের উচিত তাদের উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আমি বিশ্বাস করি নতুন এবং তরুণ উদ্যোক্তাদের মাধ্যমেই দেশ হবে স্বনির্ভর এবং সোনার বাংলা।”

মেলার আয়োজক অঙ্গশ্রী ইভেন্টের পরিচালক আলিয়া ফেরদৌসী সুমি বলেন, ‘বিজয় দিবসকে সামনে রেখে এই মেলা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মানিত উদ্যোক্তারা আসেন এবং একটি মিলন মেলা হিসেবে এই মেলা আত্নপ্রকাশ করে থাকে।’

৪ দিনব্যাপী আয়োজিত এই মেলায় সাধারণত দেশি পণ্যের বিশাল সমারহ দেখা যায়। নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে প্রায় সকল প্রকার বিলাসিতার পণ্যও এই মেলায় স্থান করে নিয়েছে।

এর মাঝে সবথেকে বেশি দেখা গেছে দেশী হাতে তৈরী শাড়ি,থ্রি-পিস,কসমেটিকস, জুয়েলারি। এছাড়াও বিভিন্ন প্রকার পণ্য এই মেলায় স্থান করে নিয়েছে এবং ক্রেতাসাধারণ সেগুলো ব্যাপক উৎসাহের সাথে গ্রহণ করছে।

দেশীয় মসলিন, জামদানি, গামছা, এন্ডি কটন এবং এন্ডি সিল্ক জাতীয় কাপড় নিয়ে কাজ করা উদ্যোক্তা নাজমা রশিদ স্বেতা উদ্যোক্তা বার্তাকে বলেন, ‘দেশি পণ্য নিয়ে কাজ করা আমার জন্য অনেক গর্বের। দেশের পণ্যকে দেশের বাইরে পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশকে বাইরে তুলে ধরতে পেরে আমি আনন্দিত।’

হাতের কাজের নকশি পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তা ইসরাত নিশিতা জানান, ‘দেশের প্রান্তিক নারীদের নিয়ে কাজ করার মাধ্যমে আমি তাদের অর্থনৈতিক স্বাবলম্বী হতে সহায়তা করতে পারছি পাশাপাশি আমাদের ঐতিহ্য তুলে ধরতে কাজ করতে পারছি।’

নিজের হাতে তৈরী চকলেট এবং বিভিন্ন পেস্ট্রি জাতীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তা বিবি হাজেরা পূর্ণিমা বলেন, ‘নিজেদের হাতে তৈরী করা পণ্য অন্যেরা খেয়ে সুনাম করলে বেশ ভালো লাগে।একটা আলাদা ভালোলাগা কাজ করে।’

সাকিব মাহমুদ,
উদ্যোক্তা বার্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here