বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য অনলাইনের মাধ্যমে প্রচার, প্রসার ও বাজারজাত করনে সহায়তার জন্য বিসিক-এর ই-কমার্স প্লাটফর্ম ‘বিসিক অনলাইন মার্কেট’-এর সিস্টেম ডেভেলপমেন্টের কাজ শুরু করেছে। এ-প্রাক্ষিতে প্রাথমিকভাবে অল্পসংখ্যক উদ্যোক্তাদের পণ্য প্লাটফর্মটিতে প্রদর্শন/বিক্রয়ের সুযোগ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। পরবর্তীতে সকল উদ্যোক্তার পণ্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর বিপণন বিভাগ থেকে গত ৩০ জুন এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিক অনলাইন মার্কেট’-এ পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে আগ্রহী উদ্যোক্তাদের রেজিস্ট্রেশন করার জন্য উদ্যোক্তার নাম, ব্যাবসা প্রতিষ্ঠানের নাম, ব্যাবসা প্রতিষ্ঠানের ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, বিসিকের যদি নিবন্ধন থাকে তার নম্বর, TIN নাম্বার (যদি থাকে) ও উতপাদিত পণ্যের তালিকা আগামী ৭ জুলাইয়ের মধ্যে nasir.ir.du@gmail.com এই ইমেইলে পাঠাতে হবে। পণ্যের বিস্তারিত (নাম, বিবরণ, দাম প্রভৃতি) তথ্যের জন্য আগ্রহী উদ্যোক্তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করা হবে। পরবর্তীতে অন্য উদ্যোক্তদের এ-অনলাইন মার্কেট প্লেসের আওতায় আনা হবে।
সাইদ হাফিজ
উদ্যোক্তা বার্তা, খুলনা
আমি রেজিস্ট্রেশন করতে চাই,