ব্যবসায় পরিবর্তন ও ইনোভেশন নিয়ে যেসব তরুণ ও তরুণী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন , স্বপ্ন দেখেন নতুন কিছু করার এবং স্বপ্রতিষ্ঠিত হওয়ার সে সব তরুণ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ‘ ইয়ং’ আয়োজন করতে যাচ্ছে ৪র্থ জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলন- ২০২০। সহ আয়োজক হিসেবে থাকবে ইএসডিপি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 

শনিবার দেশের সবচেয়ে বড় এই তরুণ উদ্যোক্তা সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করবে। ” টেকসই পরিবর্তনের জন্য ডিজিটাল ইন্টারপ্রেনারশীপ “এবারের তরুণ উদ্যোক্তা সম্মেলনর মূল প্রতিপাদ্য বিষয়।

এছাড়া এই তরুণ উদ্যোক্তা সম্মেলনে দুইদিনের এই প্রোগ্রামে ১১ টি নলেজ সেশন, ৭ টি মাস্টার ওয়ার্কশপ, ৫০+ এর অধিক  ইন্ডাস্ট্রি এক্সপার্ট স্পীকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জুনাইদ আহ্‌মেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও জনাব জাহিদ আহসান রাসেল এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিডা’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বেসরকারি খাতের বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই ৪র্থ জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলন -২০২০ এ উপস্থিত থাকবেন।

তরুণ উদ্যোক্তা সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে দ্য ডেইলি স্টার এবং দৈনিক সমকাল।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here