ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা দিতে ২০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের সিদ্ধান্ত নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এসএমই ফাউন্ডেশনের।

গত ০৫ এপ্রিল ২০২০ রবিবার সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট ক্ষতি মোকাবেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাংক ব্যবস্থার মাধ্যমে স্বল্পসুদে ওয়ার্কিং ক্যাপিটাল প্রদানের লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণয়নের ঘোষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী। বড় শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে শুন্য দশমিক পাঁচ ভাগ কমিয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য এ ঋণের সুদের ৯ শতাংশের ৪ শতাংশ সুদ ঋণগ্রহিতা শিল্প প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে। এর ফলে এসএমই উদ্যোক্তা বেশি লাভবান হবে বলে মনে করছে এসএমই ফাউন্ডেশন। তবে সত্যিকার ক্ষতিগ্রস্ত এবং প্রকৃত এসএমই উদ্যোক্তার কাছে এ সুবিধা পৌঁছানো নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি আহবান জানিয়েছে এসএমই ফাউন্ডেশন। সেই সাথে দেশীয় পণ্য ব্যবহারে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানের ফলেও সবচেয়ে বেশি লাভবান হবেন এসএমই উদ্যোক্তারা।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here