সুরের ধারার শারদোৎসব ১৪২৯

0

শরতের স্পর্শে প্রকৃতি যেনো সেজেছে থরে বিথরে বালুচরে, সাদামেঘের শতদল উড়ছে অপরূপা নিলাম্বরে। শরতের বিদায়ক্ষণে কিংবদন্তী কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা প্রতিষ্ঠিত ‘সুরের ধারা’র নিবেদনে অনুষ্ঠিত হতে যাচ্ছে oikko.com.bd শারদোৎসব ১৪২৯।

চ্যানেল আই এর নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে লালমাটিয়া মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে ১৪ অক্টোবর সকাল সাড়ে ৭টায় সরাসরি সম্প্রচার করা হবে ‘সুরের ধারা’র শারদোৎসব। আয়োজনের টাইটেল স্পন্সর oikko.com.bd.

‘সুরের ধারা’ তাদের কার্যক্রমে শিশু বিকাশে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এবার শিশুদের নিয়ে শারদোৎসব করতে যাচ্ছে ‘সুরের ধারা’।

এরইমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ হয়েছে। শিশুদের নিয়ে গানের আসরে ‘সুরের ধারা’র সদস্যদেরসহ থাকবেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here