করোনা-সঙ্কটে লড়ছে সারা বিশ্ব ৷ সমাজের চলমান জীবন ধারায় কিছু মানুষ সাধারণের চেয়েও হয়ে ওঠেন অনন্য অসাধারণ, খুব কাছের প্রিয় মানুষগুলো সঙ্গোপনে, নীরবে, নিভৃতে কাজ করে যাচ্ছে। এই মহাসঙ্কটে তারা শুধু নিজের কথা ভাবছেন না, ভাবছেন অন্যদের নিয়েও৷ তাদের জন্য অফুরান শ্রদ্ধা৷

ডাক্তার-নার্স এবং সমাজের বিভিন্ন স্তরে আমাদের দৈনন্দিন জীবন যতটা সম্ভব স্বাভাবিক রাখতে যারা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন, তাদের অমূল্য অবদানের কথা সারা বিশ্বজুড়েই আলোচিত হচ্ছে৷ আমরাও তাদের নিয়ে অনেক লিখেছি, আজ শুধু বলছি, তাসকিন, প্রসেনজিৎ, কুসুম, তানভির,মাহমুদদের মতো ‘পরোপকারী’ কিছু মানুষের কথা৷

ক্রিকেটার তাসকিন আহমেদ এবার জন্মদিনের উপহার নেননি প্রিয় বাবার কাছ থেকে, জন্মদিনের আগেই বাবাকে বলেছিলেন তাকে উপহার না দিয়ে এবার ভাড়াটেদের এক মাসের ভাড়া মওকুফ করে দিতে, প্রিয় সন্তানের আবেগভরা আবদার রেখেছেন তার বাবা l

দুঃসময়ে ভাল কাজের প্রশংসা খুব জরুরি৷ দুস্থদের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষকে শ্রদ্ধা জানানো খুব দরকার৷ শ্রদ্ধা জানাই তাসকিনকে। অভিনেত্রী ভাবনার পরিবারও তাদের বাড়ির ভাড়াটেদের এক মাসের ভাড়া মওকুফ করে খবরে এসেছে। জুরাইনের শেখ শিউলি হাবিবসহ আরো কয়েকজন রেখেছেন এমন অতুলনীয় দৃষ্টান্ত ৷
শুধু তাই নয়, খ্যাতি সম্পন্ন অভিনেত্রী ও মডেল কুসুম শিকদার ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার-নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছেন l

অবহেলিত রাস্তার নির্বাক প্রাণী কুকুর-কাক-বিড়াল এখন না খেয়ে মরছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রসেনজিৎ কুমার, মাহমুদ সাকী ও তানভীর ইসলাম অভুক্ত নির্বাক প্রাণীদের মুখে খাবার তুলে দেয়ার উদ্যোগ নিয়েছেন।

অসহায় এবং বঞ্চিত মানুষের উপকারে নিজেকে আত্মনিবেদন করা এবং অন্যকে এতে উৎসাহিত করা সমাজে এরাই হলো আলোকদীপ্ত নক্ষত্রl
৩০ বছর আগে শিল্পী ভূপেন হাজারিকা-র কণ্ঠে গাওয়া গান-কণ্ঠ মিলিয়ে গাইতে চাই……..
মানুষ মানুষের জন্য,
জীবন জীবনের জন্য,
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না, ও বন্ধু…

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here