‘শিখবে সবাই’ ৪ বছরে তৈরি করেছে ১২ হাজার শিক্ষার্থী

0
‘শিখবে সবাই’-এর কো-ফাউন্ডার রাইসুল মাহমুদ

আধুনিক যুগে বেশিরভাগ ফ্রিল্যান্সিং কাজগুলো ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশিহাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে।

ফ্রিল্যান্সিং শেখানোর উদ্দেশ্যে এবং বাংলাদেশের তরুণদের এবং বেকারদের স্কিল ডেভেলপমেন্টের জন্যেই চালু করেছে ১০ তরুণ ‘শিখবে সবাই’।

একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন ১০ তরুণ।যখন তারা অন্য দেশের জন্য কাজ করতেন তখন তাদের চিন্তা আসে ‘বিদেশের জন্য কাজ করছি তাহলে নিজের দেশের জন্য কেন নই’। এই চিন্তা থেকেই ২০১৭ সালের ১৭ই মে যাত্রা শুরু করে ‘শিখবে সবাই’।

‘শিখবে সবাই’-এর আদ্যপ্রান্ত পাঠকদের জানাতে, উদ্যোক্তা বার্তা যোগাযোগ করেছিল সেখানকার কো-ফাউন্ডার রাইসুল মাহমুদের সাথে।

তিনি উদ্যোক্তা বার্তা‘কে জানান ‘২০১৭ তে আমরা ১০ জন মিলে নিজেদের ১ মাসের সেলারি একসাথে করে যাত্রা শুরু করেছিলাম।এক বড় ভাই আমাদের অফিসের ব্যবস্থা করে দেন। সেখানে ২ টি রুম নিয়ে অনলাইনে আমরা কার্যক্রম শুরু করি এবং অল্প কয়েকদিনে ৩৫০ জনের বেশি শিক্ষার্থী পেয়ে যায়। তখন আমরা চিন্তা করি বৃহৎ পরিসরে কাজ করার। বর্তমানে আমাদের বনানী এবং মিরপুরে দুটি শাখা রয়েছে। অনলাইন এবং অফলাইন দুভাবেই আমরা ক্লাস নিয়ে থাকি।’

কোর্স সম্পর্কে জানতে চাইলে উদ্যোক্তা রাইসুল মাহমুদ বলেন, ‘‘আমাদের অনলাইন লাইভ কোর্সের মধ্যে রয়েছে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং,গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং, ওয়েব ডিজাইন এবং ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ফ্রিল্যান্সিং-এর কম্বো।এগুলো আমরা অনলাইন এবং অফলাইনে করে থাকি এগুলো ছাড়াও আরো বেশ কিছু কোর্স রয়েছে।’’

কোর্সগুলো সম্পন্ন করে কতটা কাজে লাগাচ্ছে শিক্ষার্থীরা এমন প্রশ্নে তিনি বলেন, ‘কোর্সগুলো শেষে এখানকার ৮০% স্টুডেন্ট কাজ শুরু করে থাকে। তারা কোর্স শেষে প্রয়োজনে ল্যাব ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন। এছাড়াও কোর্সটি শেষ করে তারা কোথায় কাজ করবেন এ বিষয়েও আমরা সহোযগিতা করে থাকি।’

কোর্স ফি সম্পর্কে রাইসুল মাহমুদ বলেন, ‘আমাদের নিয়মিত কোর্স ফি ১৫ থেকে ২০ হাজার টাকা। স্পেশাল প্রাইসে অল্প কিছু আসনে ৬-১২ হাজার টাকায় কোর্স গুলোতে ভর্তি হওয়ার সুযোগ থাকছে।’

‘শিখবে সবাই’-এর কো-ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন শাকিল মাহমুদ, কো-ফাউন্ডার এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে আছেন আব্দুল কাদের, কো-ফাউন্ডার এবং হেড অফ মার্কেটিংয়ের দায়িত্বে আছেন রাইসুল মাহমুদ, কো-ফাউন্ডার এবং হেড অফ এডুকেশনের দায়িত্বে আছেন রাইয়ান সফয়ান, কো-ফাউন্ডার এবং হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট দায়িত্বে আছেন জামিয়ার শামস, কো-ফাউন্ডার এবং হেড অফ মিরপুর ব্রাঞ্চে আছেন সাকিব আদনান, কো-ফাউন্ডার এবং হেড অফ স্টুডেন্ট সাপোর্টে আছেন ফরিদ-উল ইসলাম রনি, কো-ফাউন্ডার এবং সিনিয়র ওয়েব ডেভেলপমেন্ট মেন্টরের দায়িত্বে আছেন ফয়সাল হামিদ হিমেল এছাড়াও লিঙ্কন ইসলাম এবং তরিকুল ইসলাম শুভ ‘শিখবে সবাই’ এর কো-ফাউন্ডার। এছাড়াও মিরপুর এবং বনানী শাখা মিলে ৪৫ জন সহযোদ্ধা রয়েছেন তাদের।

দেশের বেকারত্বের হার কমিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য কাজ করে যাচ্ছে ‘শিখবে সবাই’।গত চার বছরে ৭ হাজার ফ্রিল্যান্সারও তৈরি করেছে কোম্পানিটি।তারা প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদেরও নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন।

তামান্না ইমাম
রাজশাহী ডেস্ক ,উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here