লুনা শামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা পেলেন নাহিদা জাহান

0

শুক্রবার (১৫ ডিসেম্বর) ঢাকার ড্যাফোডিল প্লাজায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম চাকরি খুঁজব না, চাকরি দেব এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে দশমবারের মতো তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়। এ বছর লুনা শামসুদ্দোহা নারী উদ্যোক্তা সম্মাননা পেলেন ক্রিয়েটিভ সফট টেকনোলজি লিঃ এর কর্ণধার নাহিদা জাহান।

ক্রিয়েটিভ সফট টেকনোলজি ২০১৭ সালে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হিসেবে বাংলাদেশ তাদের কার্যক্রম শুরু করে। লোকাল মার্কেটে সরকারি বিভিন্ন প্রজেক্ট এর সাথে কাজ করার পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের কাজের পরিধি অনেক বেড়ে চলেছে।

মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটি, গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন টেকনোলজি বিষয় নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সরকারি বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান, ইউ এন এবং বিশ্বব্যাংক এর কাজ এর সাথে কোম্পানিটি কাজ করছে।

সরকারি অঙ্গ প্রতিষ্ঠান এ টু আই (A21) এর সাথে করোনা কালীন সময়ে জাতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে ক্রিয়েটিভ সফট টেকনোলজি বিশেষ ভূমিকা পালন করেছে। জাতীয় শিক্ষক বাতায়ন, জাতীয় কিশোর বাতায়ন-এর কারিগরি সহায়ক হিসেবে ছিলো ক্রিয়েটিভ সফট টেকনোলজি। শিক্ষক বাতায়ন এর জন্য ২০১৯ সালে জাতীয় আইসিটি পুরস্কার লাভ করেছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে লোকাল কাজের পাশাপাশি পুরোদমে আন্তর্জাতিক মার্কেটে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে ক্রিয়েটিভ সফট টেকনোলজি। আন্তর্জাতিক কাজের মাধ্যমে বর্তমান বাংলাদেশের অর্থনীতিতে ডলার সংকট নিরসনে কোম্পানিটি বিশেষ অবদান রাখছে।

বাংলাদেশের তথ্য-প্রযুক্তিতে নারী উদ্যোক্তাদের অন্যতম নাহিদা জাহান ক্রিয়েটিভ সফট টেকনোলজির ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। সততা, নিষ্ঠা আর কর্মঠের মাধ্যমে কারও কাছে থেকে

এখন পর্যন্ত কোনো প্রকার আর্থিক সহায়তা ছাড়াই নাহিদা নিজের প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। বিগত বছর গুলিতে নাহিদা জাহান বিশ্ব ব্যাংক, ইউএনডিপির আইসিটি কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here