মানবিক উদ্যোগে ব্রিট

0

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য ‘স্টুডেন্ট ওয়েলনেস প্রোগ্রাম’ শুরু করেছে সামাজিক সংগঠন ব্রিট।

বৃহস্পতিবার ৯ ডিসেম্বর রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টিম ডোমিনেটরস’র সহযোগিতায় এ প্রোগ্রামটির আয়োজন করা হয়। যার বিষয়বস্তু ছিল গ্রোথ মাইন্ডসেট অ্যান্ড মেন্টাল হেলথ।

স্টুডেন্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের উদ্বোধন করে ব্রিটের প্রতিষ্ঠাতা রাহাতুল আশেকিন বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। বেশ জোরালোভাবেই মানসিক স্বাস্থ্যের প্রতি এক ধরনের অনীহা শিক্ষার্থীদের মাঝে লক্ষ্য করা যায়। ডিপ্রেশন, স্ট্রেস, এনজাইটি ম্যানেজমেন্টের বিষয়গুলো অজানা থাকার ফলে অনেক শিক্ষার্থীকেই ঝড়ে যেতে দেখা যায়। তাই আমরা শিক্ষার্থীদের সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে স্টুডেন্ট ওয়েলনেস প্রোগ্রাম শুরু করেছি।

পাশাপাশি সামনের দিনগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা ব্যক্ত করেন তিনি ।

উন্নয়নশীল মানসিকতা ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে সুনিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সানজিদা আফরোজ।

শিক্ষার্থীদের উন্নয়নশীল মানসিকতা তৈরীর লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা তৈরীর জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন ড্যাফোডিল ইউনিভার্সিটির জেনারেল এডুকেশন ডেভলেপমেন্ট বিভাগের লেকচারার মুহাম্মাদ সাজিদুল ইসলাম।

উদ্যোক্তা বার্তা রিপোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here