মানবিক উদ্যোগে চ্যানেল আই ও ট্রাই ফাউন্ডেশন

0

চ্যানেল আই ওট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে পাহাড়ি উপজেলা আলীকদমে এক’শ দুঃস্থ ও মেহনতি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্প্রতি আলীকদম প্রেসক্লাব চত্ত্বরে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সেসময় প্রধান অতিথি ছিলেন আলীকদম সদর ইউপি চেয়ারম্যান ও পার্বত্যমন্ত্রী প্রতিনিধি মোহাম্মদ নাছির উদ্দিন।

খাদ্যসামগ্রী পেয়ে মেহনতি মানুষেরা উপকৃত হন। তারা জানান, চলমান বিধিনিষেধে আমরা খাদ্য কিনতে পারি নাই। এই চাল, ডাল, আলু আমাদের খাবারের চাহিদা মেটাবে।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর বান্দরবান জেলা প্রতিনিধি হাসান ইসমাইল, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম বাজার চৌধুরী আবু বক্কর ছিদ্দিক ও বাংলাদেশ বেতার প্রতিনিধি মো. শাহ আলম।

সেসময় প্রধান অতিথি মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, চ্যানেল আই-ট্রাই ফাউন্ডেশন করোনা মহামারি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত আর্ত-মানবতার সেবায় এগিয়ে এসে ত্রাণ সামগ্রী দিয়ে আসছে। যা সরকার তথা এলাকার দুস্থ মানুষের উপকারে আসছে। আমি চ্যানেল আই ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি।

চ্যানেল আই প্রতিনিধি হাসান ইসমাইল জানান, এ ধরণের সহায়তা চ্যানেল আই-ট্রাই ফাউন্ডেশন অব্যাহত রাখবে।

উদ্যোক্তা বার্তা রিপোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here