রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে ‘উইমেন এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’ এর ১৫ জন নেতৃস্থানীয় নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধি দল অংশ নিতে যাচ্ছেন ওয়ার্ল্ড এক্সপো ২০২১ এ।

১৮ থেকে ২৫ নভেম্বর ২০২১ পর্যন্ত ওয়ার্ল্ড এক্সপো ২০২১ এ যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশে রওনা হবে তাঁর। সাসটেইনেবিলিটি ডিস্ট্রিক্টে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়নে ১৫ বাংলাদেশি নারী উদ্যোক্তা তাঁদের পণ্যের পসরা সাজাবেন মরুর বুকে।

ডব্লিউ.ই.এন.ডি. সদস্যরা বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য এবং কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়া, পাট, হস্তশিল্প এবং পোশাকের মতো বিভিন্ন শিল্পে নারী উদ্যোক্তাদের যাত্রার উপর ফোকাস করে সেমিনারেও অংশ নিবেন। আয়োজন করবে সমৃদ্ধ বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রদর্শনে একটি ফ্যাশন শো’র। বাংলাদেশের ঐতিহ্য এবং ডব্লিউ ই এন ডি’র নারী কারিগরদের দ্বারা বাংলাদেশী পণ্যের প্রচারের এ আয়োজনে সরকারি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

মাসুমা সুমি, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here