ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ ইউকে অ্যালামনাই নেটওয়ার্ক (বুকান BUKAN) এর ব্যানারে ‘এন্ট্রারপ্রেনারশিপ ভিস্তা’ নামক কর্মশালা অনুষ্ঠিত হয়েছিলো গতকাল শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮। নবীন ও তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও তাদের একটি প্লাটফর্ম তৈরি করার লক্ষে কমিউনিকেশন ফার্ম র’দিয়া আইএলসি কর্মশালাটি আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে।

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ ইউকে অ্যালামনাই নেটওয়ার্ক (বুকান BUKAN) এর ব্যানারে ‘এন্ট্রারপ্রেনারশিপ ভিস্তা’

সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ও সফল উদ্যোক্তারা এখানে আলোচনায় অংশ নেন। কর্মশালায় প্রায় ১৫০ জন তরুণ উদ্যোক্তা অংশ গ্রহণ করে। ‘এন্ট্রারপ্রেনারশিপ ভিস্তা’ সম্ভাবনাময় নবীন ও তরুণ উদ্যোক্তাদের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের একটি সুযোগ। তাছাড়া নারী উদ্যোক্তা অংশ গ্রহণের অগ্রাধিকার দেবার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের ক্ষেত্রে সামাজিক উদ্যোক্তা ধারণাটি কীভাবে সহায়ক হতে পারে কর্মশালায় তা তুলে ধরা হয়।

প্রায় অর্ধদিন ব্যাপী চলমান এই কর্মশালার আলোচনায় উঠে আসে উদ্যোক্তা যোগাযোগ কৌশল, ফিনান্সিয়াল প্ল্যান, মার্কেট টাইমিং, টিম কমিটমেন্ট,  বিজনেস গ্রোথসহ স্টার্টআপের সমন্বয়ক নানান বিষয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও চেয়ারম্যান, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইডিএফসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম সরোয়ার ভূঁইয়া এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (সিসি) চৌধুরী মঞ্জুর লিয়াকত। এছাড়া বৃটিশ কাউন্সিলের সংক্ষিপ্ত কার্যক্রম ও ধন্যবাদ জ্ঞাপন করেন বৃটিশ কাউন্সিলের পরিচালক শিক্ষা ডেভিড মেনার্ড। অংশগ্রহণকারীদের বুকানের যাত্রা ও সংক্ষিপ্তসার তুলে ধরেন ব্রিটিশ কাউন্সিলের উচ্চশিক্ষা ও আঞ্চলিক ব্যবস্থাপক, দক্ষিন এশিয়া-সিএসএফপি তৌহিদুর রহমান।

অতিথি বক্তাদের মধ্যে রাতুল দেব (প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, জেন ল্যাব) বলেন, সামাজিক উদ্যোক্তা- এসডিজি অর্জনের উপায় নিয়ে, শিবলি শাহরিয়ার, বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেম ও রোডম্যাপ নিয়ে আলোচনা করেন। এফ.এম. প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গাজী তৌহীদুর রহমান, তরুণ উদ্যোক্তা বাংলাদেশ প্রেক্ষিত, ড. রুবিনা হুসাইন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, স্টার্ট ও ইম্প্রোভ ইয়োর বিজনেস (এসআইওয়াইবি) ফাউন্ডেশন অব বাংলাদেশ নারী উদ্যোক্তাঃ বাংলাদেশে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। মোঃ শফিকুল আলম এসিএস, এফসিএমএ, এফসিএ, পরিচালক ও অর্থ উপদেষ্টা, সুপার স্টার গ্রুপ কথা বলেন উদ্যোক্তাদের জন্য অর্থের উৎস নিয়ে। ইন্টারন্যাশনাল কনজিউমার প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের (আইসিপি) এর বিপণন ও যোগাযোগের প্রধান সুরাইয়া সিদ্দিকা বক্তব্য দেন স্টার্টআপদের জন্য কমিউনিকেশন কৌশল নিয়ে। পুরো কর্মশালাটি মডারেট করেন রাতুল দেব।

‘‘এন্ট্রারপ্রেনারশিপ ভিস্তা’ এর কার্যক্রম চলাকালীন সময়ে, স্পীকার ও তরুণ উদ্যোক্তাগণ

প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং গেস্ট স্পিকারদের সেশনের পর ছিল রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহনকারীদের প্রশ্নোত্তর পর্ব। সেখানে বিশেষজ্ঞদের সাথে আলোচনায় নতুন উদ্যোক্তারা খুঁজে পায় তাদের দিক নির্দেশনা।  ডঃ রুবিনা হুসাইন এক্ষেত্রে বলেন, “আইডিয়া চুরি করে বা অন্যকে অবজার্ভ করে তার মতো হতে চাওয়া নয়। বরং উদ্যোক্তা হিসেবে প্রয়োজন ব্যক্তি স্বাতন্ত্র্যতার। খুঁজতে হবে সুযোগগুলো, সমস্যা বা ঘাটতিগুলো নয়৷ প্রত্যেকটা দিন নিজেকে আবিস্কার করতে হবে।”

‘‘এন্ট্রারপ্রেনারশিপ ভিস্তা’ এর প্রশ্ন-উত্তর কার্যক্রম চলাকালীন সময়ে, তরুণ উদ্যোক্তাগণ
‘‘এন্ট্রারপ্রেনারশিপ ভিস্তা’ এর কার্যক্রম চলাকালীন সময়ে,
অতিথিবৃন্দ, উদ্যোক্তাগণ ও তরুণ উদ্যোক্তাগণ

এফএম প্লাস্টিক ইন্ড্রাস্ট্রিজের সত্ত্বাধিকারী গাজী তৌহিদুর রহমান বলেন, “অভিযোগ করে কখনো উদ্যোক্তা হওয়া যায় না। উদ্যোক্তা হতে প্রয়োজন দূরদর্শিতা ও সাহস।”

বিশেষ অতিথি গোলাম সরোয়ার ভূঁইয়া দেশে উদ্যোক্তাদের সম্ভাবনা ও কর্মসংস্থানের সম্ভাবনার দিকগুলো দেখিয়ে বলেন, “একজন উদ্যোক্তা এমন একজন কর্মকর্তা যিনি অন্যের জন্য শতশত, হাজার হাজার কর্মের সংস্থান গড়েন।”

বিশেষ অতিথি চৌধুরী মঞ্জুর লিয়াকত কর্মশালায় আগত তরুণ যারা উদ্যোক্তা হতে চায় তাদের সাধুবাদ জানিয়ে বলেন, “অসম্ভবের অ-প্রত্যয়কে বাদ দিয়ে দিন, জীবনে সফলতা আসবেই।”

সমাপনী পর্বে কর্মশালার প্রধান অতিথি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি ও চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মশালায় আগত সকল অংশগ্রহনকারীদের মাঝে সম্ভাবনার উজ্জীবন জাগাতে বলেন, “আজ যারা উদ্যোক্তা হবেন তারা আরো বিপুল সংখ্যক উদ্যোক্তা তৈরী করবেন এবং বেকারত্বের হার কমাবেন বলে আমার বিশ্বাস।” সেই সাথে তিনি আরো বলেন, “উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পার্শ্ববর্তী দেশগুলোর মত আমাদের দেশেও উদ্যোক্তাদের সার্বিক দিক জাতীয়ভাবে পরিচালনা করার জন্য উদ্যোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের গঠন এখন সময়ের দাবী।

জেবুননেসা প্রীতি
এসএমই করেস্পন্ডেন্ট ,উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here