বিসিকের নিজস্ব তহবিলের ঋণ পেলেন রাজশাহীর ১৫ জন শিল্প উদ্যোক্তা

0

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নিজস্ব তহবিল থেকে ১৫ জন শিল্প উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয়েছে। প্রত্যেক উদ্যোক্তাদের ৩০ লাখ টাকার ঋণ দেওয়া হয়।

বিসিকের নিজস্ব তহবিল (বিনিত) ঋণের মোট ১৫ জনকে ৩০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। যার মধ্যে একটি গ্রুপে ৫ জনকে ৮ লাখ টাকা ও অন্য আরেকটি গ্রুপে ৬ জনকে ১২ লাখ টাকার ঋণ প্রদান করা হয়।

গ্রুপভিত্তিক এসব লোনের ক্ষেত্রে নিজেরা নিজেদের জামিনদার হিসেবে কোন রকম মর্টগেজ বা সরকারি চাকুরিজীবীর জামিনদার ছাড়াই এসব উদ্যোক্তা ঋণ প্রদান করা হয়।

এছাড়াও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সনদ ও ঋণের চেক বিতরণ করা হয়।

সনদ ও চেক বিতরণ অনুষ্ঠানে বিসিক রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. আব্দুল জলিল।

বিসিক শিল্প নগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিমের সঞ্চালনায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়েছে ৫১ জনকে। যার মধ্যে ২০২১-২২ অর্থ বছরের ৩য় ব্যাচের ২৬ জন ও ৪র্থ ব্যাচের ২৫ জন প্রশিক্ষণার্থী ছিলেন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here