বিশ্ববাজারে ওয়ালটনের শক্তিশালী অবস্থান

0

২০০৮ সালে বিখ্যাত ব্র্যান্ড এসিসি’র কমপ্রেসার আমদানির মাধ্যমে দেশে রেফ্রিজারেটর উৎপাদন শুরু করে ওয়ালটন। এখন সেই এসিসি’কেই কিনে নিলো তারা। এর মাধ্যমে ইউরোপে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরির পথ উম্মোচন করলো ওয়ালটন, যা বাংলাদেশের সবচেয়ে বড় তালিকাভুক্ত কোম্পানি।

মাত্র এক দশকের মধ্যে ওয়ালটন দেশের ফ্রিজ বাজারে শীর্ষস্থান দখল করেছে। পাশাপাশি বিশ্বের ১৫তম দেশ হিসেবে ২০১৭ সালে গাজীপুরের চন্দ্রায় রেফ্রিজারেটরের কমপ্রেসার উৎপাদন শুরু করে। আমেরিকা-রাশিয়া-মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটনের কমপ্রেসার। এসিসি’র কমপ্রেসার ব্র্যান্ড কিনে নেওয়ার মাধ্যমে এবার ইউরোপেও নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিলো ওয়ালটন।

শুক্রবার ইতালির মেল পৌরসভায় এক অনুষ্ঠানে এসিসিতে ৫০ বছর ধরে নির্মিত কম্প্রেসারের মেশিনারি, ট্রেডমার্ক এবং পেটেন্ট কিনে নেওয়ার চুক্তি সই করেছে ওয়ালটন। ইতালিয়া ওয়ানবাও-এসিসি ছাড়াও ওয়ালটন নিলামের মাধ্যমে ইউরোপের আরও দুটি বিখ্যাত কোম্পানি জানুসি ইলেকট্রোমেকানিকা (জেইএম) এবং ভার্ডিচটার (ভিওই) কেনার কথা জানিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া ঘোষণায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ বিনিয়োগের পরিমাণ উল্লেখ না করলেও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, প্রাথমিকভাবে এর পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা। এর সিংহভাগ অর্থায়ন আসবে জার্মানির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিইজি ও অস্ট্রেলিয়ার উন্নয়ন ব্যাংক ওইইবি থেকে। চুক্তি অনুসারে ইতালির এসিসি তার ৩২ লাখ ইউনিট উৎপাদন ক্ষমতা ওয়ালটনের কাছে হস্তান্তর করবে। এতে ওয়ালটনের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪৮ লাখ ইউনিটে পৌঁছাবে।

ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার হাওলাদার বলেন, “২০৩০ সালের মধ্যে ওয়ালটন শীর্ষ গ্লোবাল ব্র্যান্ডে পৌঁছানোর যে লক্ষ্য ঠিক করেছে, তা অর্জনে সাম্প্রতিত উদ্যোগগুলো খুব গুরুত্বপূর্ণ।

সেতু ইসরাত,
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here