দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) পণ্য ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণে সহায়তা প্রদানের লক্ষ্যে স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ ট্রেনিং ইনস্টিটিউট (স্কিটি) চত্বরে মহান বিজয় দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু বিজয় মেলা- ২০২২’ আয়োজন করা হয়েছে। মেলায় সিএমএসএমই খাতের উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন।
রাজধানীর উত্তরা স্কিটিতে ১৩-২০ ডিসেম্বর সাত দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত।
বঙ্গবন্ধু মেলায় অংশ নেওয়া লেদার উদ্যোক্তা আমিনুর রহমান বলেন, ‘উৎপাদকের কাছ থেকে পণ্য কিনছেন ক্রেতারা। বিক্রেতারা পাচ্ছেন ক্রেতার চাহিদা ও পছন্দ যাচাই করার সুযোগ। এই রকম মেলার মাধ্যমে ক্রেতা-বিক্রেতার মেলবন্ধন তৈরি করতে চায় বিসিক যা আমাদের সব উদ্যোক্তার জন্য একটি বড় প্রাপ্তি। ‘
আজরা পিঠা ঘরের স্বত্ত্বাধিকারী রুলি আবেদিন বলেন, ‘আমি বিসিকের সাথে ৮ বছর ধরে সংযুক্ত আছি। প্রতিবার আমি মেলায় অংশগ্রহণ করার চেষ্টা করি। এ মেলা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি দেশের ঐতিহ্যবাহী পিঠার ঐতিহ্যকে ধরে রাখতে পিঠা নিয়ে কাজ করছি। আমি পুলি, পাটিসাপটা, নকশী অনেক ধরনের পিঠা নিয়ে মেলায় এসেছি।’
দর্শনার্থী দিনা বলেন, ‘আমি মেলায় এসে খুব স্বাচ্ছন্দ বোধ করি। কারণ বাইরে যেসব পণ্যের দাম অনেক বেশি মেলায় এসে সেই পণ্যগুলো আমি কম দামে খুঁজে পাই। এর জন্য আমি মেলাগুলো ঘুরতে খুব পছন্দ করি।’
মেলায় ৫০টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিক, শাড়ি-কাপড়, থ্রিপিস, মধুসহ বিভিন্ন দেশি পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলায় বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রি হচ্ছে।
মেহনাজ খান
উদ্যোক্তা বার্তা