বাংলাদেশ ব্যাংকের সহায়তায় এসএমই উদ্যোক্তাদের ব্যাংক এশিয়ার প্রশিক্ষণ

0

বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের (এসএমই) উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া।

সম্প্রতি কক্সবাজারে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট) মোঃ নজরুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (এসএমইএসপিডি) মোহাম্মদ জাহিদ ইকবাল, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ এবং কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আবু মুর্শেদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের প্রধান এম. এসামুল আরেফিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান ও ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। যাতে তারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।

ডেস্ক রিপোর্ট
উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here