বগুড়ায় বিসিক অনলাইন পণ্য মেলা শুরু

0

বিসিক জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক আয়োজিত ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় জুম অ্যাপ-এর মাধ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মোশতাক হাসান, এনডিসি (অতিরিক্ত সচিব) চেয়ারম্যান, বিসিক।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনাব মো. রেজাউল আলম সরকার, আঞ্চলিক পরিচালক (উপসচিব), বিসিক, রাজশাহী, জনাব অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন) বিসিক, ঢাকা। জনাব নাসিমা আক্তার নিশা, প্রেসিডেন্ট, উইমেন এন্ড ই-কমার্স (উই), জনাব কবির সাকিব , উপদেষ্টা, উইমেন এন্ড ই-কমার্স (উই), উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব একেএম মাহফুজুর রহমান, উপমহাব্যবস্থাপক, বিসিক জেলা কার্যালয়, বগুড়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব তহমিনা তনু, মডারেটর, উই বগুড়া জেলা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২৪৩ জন বিভিন্ন খাতের উদ্যোক্তা এ-মেলায় স্টল বরাদ্দ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে জুম অ্যাপ-এ সংযুক্ত ছিলেন ৯৮ জন উদ্যোক্তা-সহ অতিথিবৃন্দ। অনলাইন মেলার মাধ্যমে উদ্যোক্তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী ও করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য এ-আয়োজন করা হয়েছে বলে বিসিক কর্তৃপক্ষ অবহিত করেন।

ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here